রাজু আহমেদ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আসছে জুনায়েদ-মাহির ‘রোদের মায়ায়’

আসছে জুনায়েদ-মাহির ‘রোদের মায়ায়’
আসছে জুনায়েদ-মাহির ‘রোদের মায়ায়’

২০২৫ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘রোদের মায়ায়’ শিরোনামে একটি নাটক, যা প্রেম এবং সম্পর্কের গভীরতার এক অনন্য চিত্র ফুটিয়ে তুলবে। নাটকটি শুধু গল্প নয়, এটি এক হৃদয়স্পর্শী যাত্রা, যেখানে বাবা-মেয়ের সম্পর্ক, সংগ্রাম এবং ভালোবাসার এক অন্যরকম রূপ দর্শকদের সামনে আসবে।

নাটকের কেন্দ্রে আছেন ‘রিফাত’, একজন সিঙ্গেল ফাদার, যিনি তার মেয়েকে একান্ত ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। তবে এক মর্মান্তিক ঘটনার পর তার মেয়ের জীবন সংকটে পড়ে এবং সেখানে ঢুকে পড়ে এক নতুন চরিত্র ‘অবন্তী’। নাটকের গল্প রিফাতের সেই সংগ্রামের চিত্রই তুলে ধরে, যে সংগ্রামে তিনি একাধারে বাবা, মা এবং বন্ধু হয়ে ওঠেন। এ গল্পে ফুটে উঠবে, একজন মায়ের অনুপস্থিতিতে একজন বাবা কীভাবে তার সন্তানের জীবনে সঠিক পথপ্রদর্শক হয়ে ওঠেন, কীভাবে তিনি ভালোবাসা, যত্ন এবং স্নেহের মধ্যে দিয়ে সন্তানের জন্য পৃথিবী গড়েন।

নাটকের নির্মাতা, জয় চৌধুরী, বলেন, ‘এই গল্পে আমরা একজন বাবা এবং তার সন্তানের সম্পর্কের গভীরতা তুলে ধরতে চেয়েছি। মা ছাড়া একটি সন্তানের জীবন কীভাবে সাজানো হয়, সেই কঠিন বাস্তবতা এবং আবেগের নানা রং এই গল্পে থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘ভালোবাসা দিবসের সময় এটি মুক্তি পাচ্ছে, যা এ গল্পের জন্য একেবারে উপযুক্ত মুহূর্ত।’

নাটকটিতে রিফাত চরিত্রে আছেন জুনায়েদ বোগদাদী, যিনি একান্ত দক্ষতার সঙ্গে এক বাবার সংগ্রাম ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই চরিত্রে আমি এমন একটি গল্পের অংশ হতে পেরে গর্বিত, যেখানে একজন বাবার সংগ্রাম এবং তার সন্তানের প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে।’

অন্যদিকে সামিরা খান মাহি অভিনয় করছেন অবন্তী চরিত্রে, যিনি এক অদ্ভুত মায়ায় সম্পর্কের জটিলতা এবং প্রেমের মিশ্রণে নাটকের আবেগ আরও সমৃদ্ধ করেছেন। মাহি তার চরিত্র সম্পর্কে বলেন, ‘এই গল্পে শুধু প্রেম নয়, এক বন্ধন, এক পরিবারের গল্প রয়েছে। আমি খুব আনন্দিত, এই চমৎকার চরিত্রে অভিনয় করতে পেরে।’

নাটকের বিশেষ এক দিক হলো ‘ও আমার চাঁদের টুকরো’ শিরোনামে গান। এটি প্রেমের সুরের সঙ্গে মেলবন্ধিত এক অনুভূতি, যা নাটকের আবেগের সঙ্গে একেবারে মানানসই। গানটি মূলত হিন্দি গানের অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এবং এটি নাটকের হৃদয়ের প্রতি এক অমূল্য উপহার হিসেবে থাকবে।

‘রোদের মায়ায়’ শুধু একটি প্রেমের গল্প নয়, এটি একটি বাবার অন্তর্গত ভালোবাসা, সংগ্রাম এবং পরিবারের প্রতি গভীর অনুভূতির গল্প। এটি এক অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে আসছে, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। নাটকটি এক নতুন মাত্রায় প্রেম, সম্পর্ক এবং ভালোবাসাকে উপস্থাপন করবে, যা দর্শকদের গভীরভাবে ছুঁয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

রাবিতে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক / শীর্ষ ৬ নেতার আসন সম্পর্কে জানতে চাইল বিএনপি

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মীর হেলাল

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

সংস্কার বুঝিয়ে না দিলে আসিফ নজরুলের পালানোর পথ নেই : নাসীরুদ্দীন

সবুজ সংকেত দিলেও যে কৌশলে বিএনপি

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব

জামায়াতকে পিআর নিয়ে আরও পড়াশোনার পরামর্শ নাসীরুদ্দীনের

১০

দেশকে এগিয়ে নিতে যুব সমাজকে কাজে লাগাতে হবে : সেলিমুজ্জামান

১১

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশে হস্তান্তর

১২

টানা ৪ দফায় স্বর্ণের দাম কত কমলো?

১৩

বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ

১৪

‘মেয়ে ভেবে’ মাকে তুলে নিয়ে ধর্ষণ

১৫

চ্যালেঞ্জের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় / ১৩.২০ লাখ আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ৭ লাখ

১৬

এবার স্বর্ণের দাম কমলো ১০৪৭৪ টাকা, ভরি কত

১৭

যুবদল মানবতার প্রতীক : আজহারুল ইসলাম মান্নান

১৮

বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ : রাষ্ট্রদূত মিলার

১৯

পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিপ্লবের দিনলিপি’ স্মরণিকার মোড়ক উন্মোচন

২০
X