তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমার গানে আবারও চিরকুট

সিনেমার গানে আবারও চিরকুট

দেশের জনপ্রিয় গ্লোবাল ব্যান্ড চিরকুট। নিজেদের গান ছাড়াও সিনেমায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দলটি। এবার আরও একটি নতুন সিনেমায় গান গেয়েছে দলটি। গানের শিরোনাম ‘জায়গা খুঁজে মরি…’। সিনেমার গান ‘রিকশা গার্ল’। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী।

এরই মধ্যে নতুন এই সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে চিরকুটের লেখা ও সুরে সুমির কণ্ঠে গানটি নজর করেছে দর্শকের।

নতুন এই গান নিয়ে চিরকুটের দলনেতা সুমি বলেন, ‘আমরা এর আগেও বেশ কয়েকটি সিনেমায় গান করেছি। পেয়েছি শ্রোতাদের ভালোবাসাও। এবার আরও একটি সিনেমায় গান করলাম। আশা করছি এটিও শ্রোতাদের কাছে ভালো লাগবে। সবাই অমিতাভ রেজা ভাইয়ের ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেখতে যাবেন। আমাদের গাানের পাশাপাশি সিনেমাটি দেখেও শান্তি পাবেন।’

একের পর এক চলচ্চিত্র উৎসব ঘুরে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে পেছানো হয়।

সিনেমার গল্পে দেখা যাবে, শিল্পমনা নাইমা ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। উপায়ান্তর না পেয়ে তিনি রিকশা নিয়ে রাস্তায় বের হন। জটিল হতে থাকে জীবন। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

এ ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

সিনেমাটি নিয়ে প্রত্যাশা ও চিরকুটের গান নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় অমিতাভ রেজার। তিনি বলেন, “দেশের দর্শকের জন্য ২৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’। এটি নিয়ে আমাদের প্রত্যাশা ভালো। তবে প্রথম সপ্তাহে আমরা ৭ থেকে ৮টি সিনেমা হলে মুক্তির পরিকল্পনা করেছি। এ ছাড়া সিনেমায় চিরকুটের একটি গান রয়েছে। গানটি আমরা ট্রেলারে রেখেছি। শিগগির পুরো গান আমাদের হাফ স্টপ ডাউন ও বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।”

‘টেলিভিশন’ ছবিতে ‘কানামাছি’ গান দিয়ে সিনেমার গান নাম লেখায় চিরকুট। এরপর আরও কয়েকটি সিনেমায় গান গেয়েছে দলটি। যার মধ্যে উল্লেখযোগ্য ‘লেজে রাখা পা’ (পিঁপড়াবিদ্যা), ‘এই শহরের কাকটাও জেনে গেছে’ (ভয়ংকর সুন্দর), ‘না বুঝি দুনিয়া’ (আয়নাবাজি) এবং ‘আহারে’ (ডুব) ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘না’ ভোটে অবস্থান নেওয়া দল রক্তের সঙ্গে বেঈমানি করবে : নৌপরিবহন উপদেষ্টা

যেভাবে নজর কাড়লেন ওসাকা

বিছানা ও পুরুষ নিয়ে টাবুর ‘বিতর্কিত’ মন্তব্য! নেপথ্যে আসল সত্য কী?

যান্ত্রিক ত্রুটির কবলে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান

ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা পাচার হওয়ার কারণ জানালেন গভর্নর

মাইলস্টোন ট্রাজেডি / ছয় মাসে ৩৬ বার অপারেশনের পর ঘরে ফিরল আবিদ

ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

জামায়াতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান

কৃষকের চোখে হলুদ সরিষায় রঙিন স্বপ্ন

১০

মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে

১১

শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলার পরবর্তী চার্জ শুনানি ৯ ফেব্রুয়ারি

১২

আদালতেই থামল বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি

১৩

যাত্রী চাহিদায় চট্টগ্রাম রুটে ফ্লাইট বাড়াল নভোএয়ার

১৪

প্রতীক পেয়ে সরে দাঁড়ালেন প্রার্থী, কান্নায় ভেঙে পড়লেন কর্মী-সমর্থক

১৫

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ

১৬

জয়-পলকের বিচার শুরু 

১৭

হারালাম অভিভাবকতুল্য মানুষকে: শাকিব খান

১৮

আর নাচবেন না ‘চন্দন দ্বীপের রাজকন্যা’র নায়ক

১৯

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

২০
X