কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাথা ফেটে হাসপাতালে রাজ, জ্বরে ভুগছেন পরীমণি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে এক হয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। কিন্তু একদিন পার না হতেই ঘটনা আবারও মোড় নিয়েছে। জানা গেছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। অন্যদিকে জ্বরে ভুগছেন পরীমণি।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রচণ্ড জ্বরে ভুগছেন পরীমণি। ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। এ অবস্থার মধ্যেই মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।

তবে রাজের মাথা কীভাবে ফাটল এ বিষয়টি এখনো কিছুই জানা যায়নি। সুতরাং বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।

এর আগে গতকাল শুক্রবার (১৮ আগস্ট) রাতে গুঞ্জন উঠে আবারও রাজ আবারও তার মতো করে বাসা থেকে বের হয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকেই পরীমণির জ্বরের মাত্রা বেড়েছে। চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার কথা তার কিন্তু এ দুঃসময়েও পরীমণির সঙ্গে নেই রাজ।

জানা গেছে, ১৭ আগস্ট গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমণি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদ্‌যাপন করতে কেক কাটেন। তার আগেই পরীমণি সন্তানসহ বসুন্ধরার বাসা থেকে সেখানে যান। অন্যদিকে শরীফুল রাজও যান সেখানে। যথারীতি দুজনের সেখানেই দেখা হয়। এরপর রাজ্যকে নিয়ে উপস্থিত সবাই কেক কাটেন। গভীর রাতে গানবাংলা কার্যালয় থেকে তারা বেরিয়ে পড়েন।

সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে তারা নিজেদের অবস্থানও ব্যক্ত করেন।

রাজ বলেন, ‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই।’

ছেলের বিষয়ে রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’

পরীমণি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন।’

ছবি দেখে সবারই ধারণা, সব মান-অভিমান ভুলে তারা আবার একত্র হয়েছেন, নতুন জীবন শুরু করেছেন; বিষয়টি কী আসলে তাই?

বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ছবিগুলো অন্য একটা উপলক্ষকে কেন্দ্র করে তোলা হয়। ছবির সঙ্গে একত্র হওয়ার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তারা একত্রে নেইও। ফেসবুকে ছড়িয়ে পড়া স্থিরচিত্রের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের সম্পর্ক মোটেও জোড়া লাগেনি।

গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে আলাদা থাকছিলেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X