কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাথা ফেটে হাসপাতালে রাজ, জ্বরে ভুগছেন পরীমণি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে এক হয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। কিন্তু একদিন পার না হতেই ঘটনা আবারও মোড় নিয়েছে। জানা গেছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। অন্যদিকে জ্বরে ভুগছেন পরীমণি।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রচণ্ড জ্বরে ভুগছেন পরীমণি। ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। এ অবস্থার মধ্যেই মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।

তবে রাজের মাথা কীভাবে ফাটল এ বিষয়টি এখনো কিছুই জানা যায়নি। সুতরাং বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।

এর আগে গতকাল শুক্রবার (১৮ আগস্ট) রাতে গুঞ্জন উঠে আবারও রাজ আবারও তার মতো করে বাসা থেকে বের হয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকেই পরীমণির জ্বরের মাত্রা বেড়েছে। চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার কথা তার কিন্তু এ দুঃসময়েও পরীমণির সঙ্গে নেই রাজ।

জানা গেছে, ১৭ আগস্ট গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমণি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদ্‌যাপন করতে কেক কাটেন। তার আগেই পরীমণি সন্তানসহ বসুন্ধরার বাসা থেকে সেখানে যান। অন্যদিকে শরীফুল রাজও যান সেখানে। যথারীতি দুজনের সেখানেই দেখা হয়। এরপর রাজ্যকে নিয়ে উপস্থিত সবাই কেক কাটেন। গভীর রাতে গানবাংলা কার্যালয় থেকে তারা বেরিয়ে পড়েন।

সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে তারা নিজেদের অবস্থানও ব্যক্ত করেন।

রাজ বলেন, ‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই।’

ছেলের বিষয়ে রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’

পরীমণি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন।’

ছবি দেখে সবারই ধারণা, সব মান-অভিমান ভুলে তারা আবার একত্র হয়েছেন, নতুন জীবন শুরু করেছেন; বিষয়টি কী আসলে তাই?

বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ছবিগুলো অন্য একটা উপলক্ষকে কেন্দ্র করে তোলা হয়। ছবির সঙ্গে একত্র হওয়ার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তারা একত্রে নেইও। ফেসবুকে ছড়িয়ে পড়া স্থিরচিত্রের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের সম্পর্ক মোটেও জোড়া লাগেনি।

গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে আলাদা থাকছিলেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

রাজধানীতে আজ কোথায় কী

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

১০

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

১৩

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

১৪

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

১৫

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

১৬

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

১৭

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

১৮

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

১৯

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

২০
X