বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির ঈদে ফিরছেন আরিফিন শুভ

আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে ফিরছেন আরিফিন শুভ, পেছনে রয়ে গেলো অস্থির সময়ের ছায়া। ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ আরিফিন শুভ দীর্ঘ বিরতির পর ফিরছেন রুপালি পর্দায়। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘নীলচক্র’। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘আমেরিকান ফিল্ম মার্কেট’-এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হলেও এবার দেশের দর্শকদের জন্য এটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

প্রযুক্তিনির্ভর সমাজে তরুণ প্রজন্ম যেভাবে ভার্চুয়াল ফাঁদে আটকা পড়ছে, সেই বাস্তবতার গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নীলচক্র’। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান, চিত্রনাট্য করেছেন তিনিই, নাজিম উদ দৌলার সঙ্গে যৌথভাবে। এতে শুভর বিপরীতে দেখা যাবে ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তীকে। আরো আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, শাহেদ আলীসহ একঝাঁক গুণী শিল্পী।

নির্মাতা মিঠু খান জানিয়েছেন, কিছু ভিএফএক্স কাজের কারণে মুক্তি বিলম্বিত হয়েছিল। তবে এখন ছবিটি সম্পূর্ণ প্রস্তুত এবং সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে।

তবে সিনেমায় ফেরার এই খবরে যতটা আলোচিত হচ্ছেন শুভ, ততটাই আলোচনায় তার ব্যক্তিগত ও পেশাগত সংকট। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের পর থেকেই যেন ধীরে ধীরে অন্তরালে চলে যান তিনি। ওই সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করলেও, একটি প্লট পেয়েছিলেন পুর্বাচলে। রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সেই প্লটও বাতিল হয়ে যায়।

একে একে হারিয়েছেন কাজের সুযোগ, ব্যক্তিগত জীবনের শান্তি, এমনকি মাকেও। সংসার জীবনের ভাঙন এবং কাজহীনতা একসাথে তার মানসিক অবস্থাকেও নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের এই একাকীত্ব আর যন্ত্রনার কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে স্থবিরতার মুখে শুভ বর্তমানে নজর দিচ্ছেন ওপার বাংলার দিকে। গেলো নভেম্বর গোপনে কলকাতায় একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি—‘জ্যাজ সিটি’। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিরিজটিতে শুভর সঙ্গে রয়েছেন সৌরসেনী মিত্র। এর আগে পশ্চিমবঙ্গে আরও কাজ করেছেন ‘উনিশে এপ্রিল’ ও ‘লহু’ সিনেমায়।

বাংলাদেশে ‘নীলচক্র’ ছাড়াও মুক্তির তালিকায় আছে ‘নূর’ নামে একটি ছবি। তবে পরিচালকের মতে, কিছু দৃশ্য নতুনভাবে ধারণ করার প্রয়োজন দেখা দেয়ায় মুক্তি পিছিয়ে গেছে। এ সিনেমার নির্মাতা রায়হান রাফি জানালেন, খুব শিগগিরই নতুন করে কিছু অংশের শুটিং করা হবে।

সব মিলিয়ে বলা যায়, কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমাটি শুধু আরিফিন শুভর অভিনয়ের জন্য নয়, বরং তার ফেরার একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে রিয়াল

স্বামীকে ত্যাগ নয় ,কাছে টেনে নিলেন ভারতীয় অভিনেত্রী

বাঁধ ভেঙে পানির নিচে ৫০০ একর আমন ক্ষেত 

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

জাপান / এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

গুম-নির্যাতনের মামলা / ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির 

১০

যুবদলের স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু, ২ ইউনিয়নের ভোগান্তি লাঘব 

১১

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ

১২

জন্ম থেকেই হাত নেই, ছোট আরশাদুল পা দিয়েই লেখে

১৩

ডিমেনশিয়ার ৬ শারীরিক লক্ষণ

১৪

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

১৫

বিরতির পর ফিরলেন কিয়ারা

১৬

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

১৭

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

১৮

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

১৯

ভিভোতে চলছে নিয়োগ

২০
X