বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির ঈদে ফিরছেন আরিফিন শুভ

আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে ফিরছেন আরিফিন শুভ, পেছনে রয়ে গেলো অস্থির সময়ের ছায়া। ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ আরিফিন শুভ দীর্ঘ বিরতির পর ফিরছেন রুপালি পর্দায়। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘নীলচক্র’। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘আমেরিকান ফিল্ম মার্কেট’-এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হলেও এবার দেশের দর্শকদের জন্য এটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

প্রযুক্তিনির্ভর সমাজে তরুণ প্রজন্ম যেভাবে ভার্চুয়াল ফাঁদে আটকা পড়ছে, সেই বাস্তবতার গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নীলচক্র’। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান, চিত্রনাট্য করেছেন তিনিই, নাজিম উদ দৌলার সঙ্গে যৌথভাবে। এতে শুভর বিপরীতে দেখা যাবে ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তীকে। আরো আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, শাহেদ আলীসহ একঝাঁক গুণী শিল্পী।

নির্মাতা মিঠু খান জানিয়েছেন, কিছু ভিএফএক্স কাজের কারণে মুক্তি বিলম্বিত হয়েছিল। তবে এখন ছবিটি সম্পূর্ণ প্রস্তুত এবং সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে।

তবে সিনেমায় ফেরার এই খবরে যতটা আলোচিত হচ্ছেন শুভ, ততটাই আলোচনায় তার ব্যক্তিগত ও পেশাগত সংকট। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের পর থেকেই যেন ধীরে ধীরে অন্তরালে চলে যান তিনি। ওই সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করলেও, একটি প্লট পেয়েছিলেন পুর্বাচলে। রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সেই প্লটও বাতিল হয়ে যায়।

একে একে হারিয়েছেন কাজের সুযোগ, ব্যক্তিগত জীবনের শান্তি, এমনকি মাকেও। সংসার জীবনের ভাঙন এবং কাজহীনতা একসাথে তার মানসিক অবস্থাকেও নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের এই একাকীত্ব আর যন্ত্রনার কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে স্থবিরতার মুখে শুভ বর্তমানে নজর দিচ্ছেন ওপার বাংলার দিকে। গেলো নভেম্বর গোপনে কলকাতায় একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি—‘জ্যাজ সিটি’। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিরিজটিতে শুভর সঙ্গে রয়েছেন সৌরসেনী মিত্র। এর আগে পশ্চিমবঙ্গে আরও কাজ করেছেন ‘উনিশে এপ্রিল’ ও ‘লহু’ সিনেমায়।

বাংলাদেশে ‘নীলচক্র’ ছাড়াও মুক্তির তালিকায় আছে ‘নূর’ নামে একটি ছবি। তবে পরিচালকের মতে, কিছু দৃশ্য নতুনভাবে ধারণ করার প্রয়োজন দেখা দেয়ায় মুক্তি পিছিয়ে গেছে। এ সিনেমার নির্মাতা রায়হান রাফি জানালেন, খুব শিগগিরই নতুন করে কিছু অংশের শুটিং করা হবে।

সব মিলিয়ে বলা যায়, কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমাটি শুধু আরিফিন শুভর অভিনয়ের জন্য নয়, বরং তার ফেরার একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১০

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১১

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১২

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৩

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৪

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৫

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৭

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৮

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৯

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

২০
X