বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবিলার লিচু বাগান নিয়ে চয়নিকা বললেন, ‘মনে হয়েছে বোম্বের কোনো ফিল্মের গান’

সাবিলা নূর ও চয়নিকা চৌধুরী। ছবি সংগৃহীত
সাবিলা নূর ও চয়নিকা চৌধুরী। ছবি সংগৃহীত

আর একদির পরই ঈদুল আজহা। দেশের সিনেমাপ্রেমী দর্শকের জন্য এবারও হলে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু সিনেমা। তাই শেষ সময়ে যার যার সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে সবাই। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা। সম্প্রতি এই ছবির প্রকাশিত আইটেম গান ‘লিচুর বাগানে’ আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। এবার এই গান ও সাবিলা নূরের পারফরমেন্স নিয়ে নিজের মত প্রকাশ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।

তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই লেখাটি আমার একদম ব্যক্তিগত। আর লেখাটি শুধু এই ছবির মেয়েটির জন্যে। শুধুই তার জন্যে।সিনেমায় এসে হঠাৎ করেই কেউ এসে মন জয় করে ফেলবে আর দর্শকপ্রিয় হবে, এমন ভাবাটা বোকামি। রায়হান রাফীর তাণ্ডবের লিচু বাগান গানটি দেখলাম। গানটা হঠাৎ করে ভালো লাগবে সেটা বলবো না। গানটা শুনতে শুনতে ভালো লাগবে। তবে আমার চোখ ছিল একদম একজন দর্শক এবং পরিচালকের চোখ।’

চায়নিকা চৌধুরী আরও লিখেছেন, ‘গানে সাদা পোশাক পরা অংশটা দারুণ। মনে হয়েছে বোম্বের কোনো ফিল্মের গান। কিন্তু প্রথম অংশের ডান্স এর জায়গায় তার পারফরম্যান্স দেখে আমি রীতিমত মুগ্ধ। আমার চোখে এমন কোরিওগ্রাফিতে ডান্স যথেষ্ট কঠিন। আর এই কঠিন কাজটি এই মেয়েটি রিদমের সাথে সাবলীলভাবে করেছে। যেন তার কাছে এটা কোনো ব্যাপারই না। প্রতিটি স্টেপ্স, ড্রেসআপ আর এক্সপ্রেশন, ডান্স-এর মুভমেন্ট, রিদম একদম পারফেক্ট। সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে এই ফিল্মের গান সবার সাথে বসে দেখা যায়।মার্জিত।’

এরপর গানের ধরন নিয়ে চয়নিকা লিখেছেন, ‘এই গানে একটা শটেও ভাল্গারিজম ছিল না। এটি পুরোপুরি একটি কমার্শিয়াল গান, সব কিছুই আছে কিন্তু কোনো আরোপিত দেখানো শটস নেই যা দেখলে বিব্রত হতে হয় সবার সামনে। এসব গানে ইচ্ছা করেই শরীর দেখানোর ব্যাপারগুলো দেখেছি এর আগে। কিন্তু এখানে সবই ছিল খুব ন্যাচারাল, ড্রেসআপ একদমই মেয়েটির জন্য ঠিকঠাক মানে সে ক্যারি করতে পেরেছে, তাকে মানিয়েছে। আর সে যে কত সুন্দর! কত যে সুন্দর লেগেছে তাকে! মায়াবী, গ্ল্যামার সবকিছুই পারফেক্ট।’

এরপর শাকিব খানের সঙ্গে সাবিলার স্টেজ শেয়ার নিয়ে এই নির্মাতা আরও লিখেন, ‘আমার দেশের এত বড় অনলি ওয়ান একজন মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করে এমন একটি পারফরম্যান্স করা বিশাল ব্যাপার। অনেক নার্ভাস থাকার কথা। যদিও সহশিল্পীর সহযোগিতা, পুরো টিমের সাপোর্ট, ডিরেক্টরের ইনভলবমেন্ট সবই ছিল। তারপরও মনেই হচ্ছিল না সে নতুন, এটাই তার প্রথম।’

সব শেষ সাবিলা নূরকে অভিনন্দন জানিয়ে চয়নিকা চৌধুরী লিখেন, ‘সাবিলা নূর অভিনন্দন তোমাকে । এমন গান তো প্রায় সিনেমায় দেখি। আমার দেখা এই অবধি আমার দেশের এমন একটি গানে তুমিই বেস্ট বেস্ট বেস্ট। সিনেমা তো ঈদের দিনেই দেখব। তার আগেই এই এতটুকু দেখেই আমি মুগ্ধ। আসলে কাজ দিয়েই জবাব দিতে হয় যা তুমি পেরেছ। অনেক অনেক শুভেচ্ছা। অনেক দূর তুমি যাবে এই ফিল্ম ইন্ড্রাষ্ট্রিতে। আমার বিশ্বাস, লেখাটা আসলে শুধুই সাবিলা নূরের জন্যে ছিল।’

রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও আছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈমসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীও গ্রেপ্তার

খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার কর্মসূচি বিএনপির 

রেলপথ অবরোধে আটকা ৬টি ট্রেন

শুটিং চলাকালীন স্টাফের ‘রহস্যজনক’ মৃত্যু

ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে

ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যায় না : ডা. জাহিদ

ক্ষুব্ধ বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দোন্নারুমার

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

অটোরিকশা চালককে গুলি করে হত্যা

১০

মারা গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

১১

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন

১২

অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা কি জায়েজ আছে?

১৩

আবারও বিপৎসীমার ওপরে তিস্তার পানি

১৪

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

১৫

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ

১৬

বিলুপ্তির পথে সুস্বাদু বৈরালি

১৭

আত্মহত্যা নিয়ে হিরো আলমের নতুন সিদ্ধান্ত

১৮

শিশুদের মূত্রনালির সংক্রমণ সম্পর্কে সচেতন হোন

১৯

এবার ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

২০
X