চিত্রনায়ক শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মেয়াদ না বাড়িয়েই শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করার কারণে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে ঢালিউড কিং খান বলেন, গত ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ‘এসএমসি ওরস্যালাইন-এন’এর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল। পরে তারা ওই চুক্তির মেয়াদ বাড়াননি।
বুধবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়টি ব্যারিস্টার ওলোরা আফরিন সাংবাদিকদের বলেন, শাকিব খানের ব্র্যান্ডমূল্য ও অনুমতি ছাড়া ৬ মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সাত দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেব। গতকাল মঙ্গলবার ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসির।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন।
মন্তব্য করুন