নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এই দিনটিতে তাকে সহকর্মী থেকে শুরু করে অনেকেই স্মরণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। যেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও। কারণ এই মহাতারকার সঙ্গে শাকিবের সম্পর্ক ছিল নায়কের সঙ্গে পুত্রসুলভ।
২০১৭ সালের ২১ আগস্ট নায়করাজের প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি। আজ সেই মহাতারকার অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রিয় অভিভাবককে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব ছবিটি শেয়ার করেছেন। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব লিখেছেন, ‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়। আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।’
২০১৭ সালের এই দিনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মন্তব্য করুন