ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। অন্যদিকে তুমি আছো হৃদয়ে খ্যাত নায়ক কায়েস আরজু। এক পশলা বৃষ্টি নামে একটি সিনেমায় কাজ করেছিলেন তারা। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। এবার আঁচল-আরজুকে বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে দেখা যাবে।
মিয়াজী পাপনের নির্দেশনায় সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি বেবি ডায়াপারের বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার। নির্মাতার ভাষ্য, বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।
আঁচল আঁখি বলেন, বিজ্ঞাপনের কাজটি করে বেশ ভালো লেগেছে। আমার সহশিল্পী আরজু ছিলেন। নির্মাতা বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। প্রচারে এলে দর্শকের কাজটি ভালো লাগবে বলে আশা করি।
কায়েস আরজু বলেন, আঁচলের সঙ্গে বিজ্ঞাপনটি করলাম। অনেক সুন্দর একটি কাজ হয়েছে। এর আগে এক পশলা বৃষ্টি নামে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
আঁচল আঁখি ‘ভুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে আলোচনায় আসেন এবং ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় অভিনয়ের পর প্রশংসা কুড়ান। তার অভিনীত বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
অন্যদিকে, কায়েস আরজুও নিয়মিত সিনেমায় কাজ করছেন। তিনিও একাধিক নতুন ছবির মুক্তির অপেক্ষায় আছেন।
মন্তব্য করুন