রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অবশ্যই অভিনয়কে পেশা হিসেবে নেওয়া যায় : নিরব হোসেন

নিরব হোসেন। ছবি : সংগৃহীত
নিরব হোসেন। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক নিরব হোসেনের বড় পর্দার যাত্রা শুরু হয় ২০০৯ সালে। শুধু দেশীয় সিনেমা ইন্ডাষ্ট্রি নয় কাজ করেছেন বলিউডেও। বর্তমান এই নায়কের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সিনেমা। সম্প্রতি নানা প্রসঙ্গে কালবেলার মুখোমুখি হন এ নায়ক। সাক্ষাৎকার নিয়েছেন রবিউল ইসলাম রুবেল

এত পেশা থাকতে অভিনয় বেছে নিলেন কেন?

এটা অনেক কঠিন প্রশ্ন। যখন আমি শুরু করি তখন অন্য পেশা আসলে দেখিনি। ছোটবেলা থেকেই মানুষ বা পৃথিবীর সব মা-বাবাই বলেন, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে। আমি ফার্মেসি নিয়ে পড়াশোনা করি। পরে আমি মডেলিং শুরু করি। মডেলিং থেকে আস্তে আস্তে অভিনয়ে চলে আসা। অন্য পেশা দেখে অভিনয়ে চলে আসা ব্যাপারটা এমন নয়।

অভিনয় করে বর্তমান বাজারে টিকে থাকা সম্ভব কি না?

এটাতে যে যেমন অভিনয় করবে একই সঙ্গে যে জায়গাটাকে বেছে নেবে সেটার ওপর নির্ভর করে। অভিনয় মানে শুধু ক্যারেক্টার আর্টিস্ট বা নায়ক হতে হবে এটা নির্ভর করে সেই শিল্পীর ওপরে। সেই আর্টিস্ট তাকে কীভাবে দেখতে বা দেখাতে চায়। অবশ্যই আমার কাছে মনে হয় অভিনয় পেশা হিসেবে ডেফিনেটলি নেওয়া যায়। আমরা যারা আছি তারা অনেক ভালো করছি এবং ভালো অবস্থায় আছি। তবে কাজের প্রতি অনেক বেশি ডেডিকেশন থাকতে হবে।

বর্তমান সময়ের সিনেমার মান কতটা ভালো হচ্ছে?

অবশ্যই ভালো ছবি হচ্ছে। আমরা যে সময়টার মধ্যে আছি এখন সেখানে বাজেট, হলসহ যে বাধা-বিপত্তি আছে, সে হিসেবে অনেক ভালো সিনেমা হচ্ছে। সে কারণে বেশ কয়েক বছর ধরে দর্শক হলে আসছে। একইসঙ্গে সিনেপ্লেক্স তৈরি হচ্ছে। আর্টিস্ট ডিরেক্টরদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। প্রযোজকরাও ভালো সিনেমা করার জন্য মুখিয়ে আছে। এটা অবশ্যই পজিটিভ সাইন।

বিদেশি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে চলছে। এক্ষেত্রে আমাদের সংস্কৃতি এবং শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না?

আমার মনে হয় বিদেশি সিনেমা অনেক বছর ধরেই বাংলাদেশে চলছে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ সিনেমা অনেক বছর থেকেই কিন্তু চলছে। সম্প্রতি হিন্দি সিনেমা চলছে। কিছু নীতিমালা আছে সেটা মেনে মুক্তি দিলে ভালো হয়। যেমন আমাদের যে উৎসবগুলো আছে- সেগুলো ছাড়া যেন রিলিজ হয়। সেটা রিলিজ হোক তবে আমাদের ছবিগুলোর ক্ষতি না করে। এরকম হলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।

বর্তমান সময়ের গল্পগুলো কি পুনরাবৃত্তি হচ্ছে?

গল্প খুব কঠিন জিনিস। একটা ছবিতে প্রেম-ভালোবাসা-অ্যাকশন থাকবে। ঘুরে ঘুরে অনেক রকমই গল্প হয়। কিন্তু এটা নির্মাতাদের উপরে ডিপেন্ড করছে উপস্থাপনটা সে কীভাবে করবে। উপস্থাপনে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১০

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১২

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১৩

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

১৪

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১৫

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১৬

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১৭

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৮

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

১৯

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

২০
X