শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বুসানে রচিত হলো বাংলা চলচ্চিত্রের সফলতার গল্প

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর থেকে দেশের চলচ্চিত্র বিদেশের মাটিতে প্রশংসা কুড়িয়ে আসছে। সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত অব্যহত রয়েছে। তেমনি বাংলা চলচ্চিত্রের জন্য একটি সফলতার গল্প রচিত হলো সোমবার(৯ অক্টোবর) রাতে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চলছে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ২৮ তম আসর। আর এই আসরে প্রথমবারের মতো ‘বাংলাদেশ নাইট’ আয়োজন করে দেশের ওটিটি প্লাটফর্ম চরকি।

বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে নানান দেশ নিজেদের চলচ্চিত্রের সাফল্য উদযাপন করার জন্য এমন আয়োজন করে থাকে। সাফল্য উদযাপনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুসান চলচ্চিত্র উৎসবের পরিচালক ন্যাম ডং চুল। একই সঙ্গে আরও ছিলেন এই চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার, আন্তর্জাতিক নির্মাতা, প্রযোজক, ফিল্ম ক্রিটিক, সাংবাদিকসহ অনেকে। বুসানের লাভি ডি অ্যাটলান হোটেলের গ্যাটসবি রুফটপে বসেছিল এই মিলনমেলা।

এই প্রথমবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একই আসরের প্রতিযোগিতায় বাংলাদেশের তিনটি চলচ্চিত্রের স্থান পেয়েছে। ‘কিম জিসোক’ প্রতিযোগিতা বিভাগ আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’- বা ‘অটোবায়োগ্রাফি’। নিউ কারেন্টস বিভাগে স্থান পেয়েছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’ ও বিপ্লব সরকারের ‘আগন্তুক’। এছাড়া এশিয়ান প্রজেক্ট মার্কেটে আছে বাংলাদেশের একটি চিত্রনাট্য। সব মিলিয়ে বুসান এবার দু’হাত ভরে দিয়েছে বাংলাদেশকে।

‘বাংলাদেশ নাইট’ এর উৎযাপন শুরু হয় চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি-র স্বাগত বক্তব্য দিয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনিই। উপস্থাপনায় তাকে সঙ্গ দেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র চিত্রনাট্যকার ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

অনুষ্ঠানের শুরুতে পর্দায় দেখানো হয় একটি ভিডিওচিত্র। যেখান কান, টরন্টো, বুসান, রটারড্যামসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশি ছবির ইতিহাস। এর মধ্যে রয়েছে তারেক মাসুদের ‘মাটির ময়না’, গোলাম রব্বানী বিপ্লবের ‘স্বপ্নডানায়’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং নুহাশ হুমায়ূনের ‘মশারি’ ও ‘পেট কাটা ষ’। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছবির প্রতিনিধিত্ব করা রুবাইয়াত হোসেন, কামার আহমাদ সাইমন, আবু শাহেদ ইমন, বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমানের কৃতিত্বের কথা তুলে ধরা হয়।

ভিডিওচিত্রের শেষ অংশে ছিল ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জিসোক বিভাগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ ও বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ছবির কথা। আর ছিল বাংলা সিনেমার যাত্রায় চরকি নিজেকে যেভাবে অংশী করে তুলেছে তার কিছু বর্ণনা।

ভিডিও চিত্রের পর বক্তব্য রাখেন বুসান চলচ্চিত্র উৎসবের পরিচালক ন্যাম ডং চুল। তিনি বলেন, ‘বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এই রাতটি খুব গুরুত্বপূর্ণ। বুসানে এবারের আসরে বাংলাদেশের তিনটি ছবি দুই প্রতিযোগিতায় ও একটি স্ক্রিপ্ট আছে এশিয়ান প্রজেক্ট মার্কেটে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকদের অভিনন্দন জানাই। ছবিগুলো সত্যিই দারুণ। দর্শকদেরও এই তিনটি চলচ্চিত্র দেখে ভালো লেগেছে। বাংলাদেশের সিনেমার লাস্ট ১০-১২ বছরে জার্নি দেখে আমরা খুবই আনন্দিত।‘

ন্যাম ডং চুল-এর বক্তব্য শেষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ইকবাল হোসাইন চৌধুরী, বিপ্লব সরকারকে আমন্ত্রণ জানানো হয় মঞ্চে। তাদের কথা বলা শেষে বাংলাদেশের সকল পরচালক, প্রযোজক, শিল্পী ‘বাংলাদেশ নাইট’কে স্মরণীয় করে রাখতে সবাই একফ্রেমে বন্দি হন।

বুসানে রচিত হলো বাংলা চলচ্চিত্রের সফলতার গল্প
বাংলাদেশ নাইট-এ বিভিন্ন দেশের অতিথিদের মধ্যে ছিলেন বুসান চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার পার্ক সুন ইয়াং, ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সহ-প্রযোজক জেরেমি চুয়া, ভ্যারাইটির এশিয়া ব্যুরো চিফ পেট্রিক ফেটার, ভ্যারাইটির আন্তর্জাতিক প্রতিনিধি নমন রামাচন্দ্রন, সিডনী ফিল্ম ফেস্টভ্যালের ডিরেক্টর নাশেন মুডলি, ফ্রিবুক ফিল্ম ফেস্টভ্যালের ডিরেক্টর থিওরি জবিন, ভেসুল ফিল্ম ফেস্টভ্যালের ডিরেক্টর মার্টিন থিওরানে ও জানে মার্ক থিওরানে, টোকিও ফিল্ম ফেস্টিভ্যালের সিনিওর প্রোগ্রামার কেন জি। এছাড়া আরও ছিলেন ইন্দোনেশিয়া, মালেয়শিয়া, নেপাল, ভিয়েতনাম, ইন্ডিয়া, শ্রীলংকাসহ সাউথ এশিয়ান দেশগুলোর পরিচালক, প্রযোজকসহ আরও অনেকে।

উল্লেখ্য, এই আয়োজনে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন ‘বলী’র পরিচালকের পাশাপাশি ছিলেন প্রযোজক পিপলু আর খান, নাসির উদ্দিন খান, ‘আগন্তুক’-এর অভিনেত্রী সাহানা রহমান সুমি, শিশুশিল্পী সালমান রহমান রাফসান ও প্রযোজক তাজুল হক, এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পাওয়া ‘সুরাইয়া’র পরিচালক রবিউল আলম রবি, লেখক শিবব্রত বর্মণ, প্রযোজক ফজলে হাসান শিশির এবং বুসান এশিয়ান ফিল্ম অ্যাকাডেমির ফেলো হিসেবে আসা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র চিত্রগ্রাহক এজাজ মেহেদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান

‘জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়’

টিআরএনবি’র কর্মশালা / আইসিএক্স বাতিলে অবৈধ ভিওআইপি ও রাজস্ব ফাঁকির আশঙ্কা বিনিয়োগকারীদের

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রবির রক্তদান কর্মসূচি

রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলন বাইউসকন-২০২৫ অনুষ্ঠিত

জলাবদ্ধতা নিরসনে জরুরি ডিএনসিসির কন্ট্রোলরুম স্থাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর রাতে প্রজ্ঞাপন / ফারুকের মনোনয়ন বাতিল, দায়িত্ব নিতে প্রস্তুত বুলবুল

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ

ব্যবসায়ীর হাতের কবজি কাটার অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে 

ছাত্র অধিকার পরিষদের কমিটিতে ছাত্রলীগ নেতা!

১০

নতুন কর্মসূচি দিলেন সরকারি কর্মচারীরা

১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার পদত্যাগ

১২

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

১৩

সেনা অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৯

১৪

মার্কা দেখার দরকার নাই, মানুষ দেখে ভোট দিন : সারজিস

১৫

বালুমহাল ঘুষকাণ্ড, আন্দোলনের মুখে প্রত্যাহার এসিল্যান্ড মামুন

১৬

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসার সুখবর, যোগ্যতা ও শর্তাবলি

১৭

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

১৮

গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

১৯

ভারত থেকে এলো ৪ টন কাজুবাদাম

২০
X