কোরবানির ঈদ এলেই হাটে এমন কিছু গরু মেলে যেগুলোর নাম হয় তারকাদের নামে। নামগুলোর বেশিরভাগই হয় অভিনয় জগতের শিল্পীদের নামানুসারে। বিগত বছরের ঈদুল আজহায় দেখা গেছে বলিউড স্টার শাহরুখ ও সালমানের নামে গরু। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নামেও কোরবানির গরু দেখা গেছে। গরু আছে হিরো আলমের নামেও।
এবার চিত্রনায়ক জায়েদ খানের নামেও হাটে উঠেছে একটি গরু। এসব বিষয়ে তারকাদের খুব একটা কথা বলতে দেখা যায় না। তেমন কোনো অভিযোগও নেই। তবে ওমর সানী একবার এ বিষয়ে প্রতিবাদ করেছিলেন।
এসব গরুর নাম বেশির ভাগ সময় ব্যবসায়ীরাই রাখেন। কেউ অবশ্য গরু কেনার পর নিজেই নাম রেখে নেন। এবার ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর কোরবানির গরুর নাম রাখা হয়েছে ‘মহারাজ’।
সংবাদমাধ্যমকে বুবলী জানান, সন্তান শেহজাদ খান বীরকে ঘিরেই কাটবে তার এবারের ঈদ। কারণ হিসেবে এই অভিনেত্রী বলেছেন, ‘বীরের বাবাও আমি, মা-ও আমি’। কাজের বাইরে সন্তানকে সর্বোচ্চ সময় দিতে চান বুবলী। ছেলের আনন্দই তার আনন্দ। এবার ঈদে চিত্রনায়িকার গরুর নাম রাখা হয়েছে ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা হয়েছে। ঈদের দিন এসব নিয়েই কাটাবেন বুবলী।
মন্তব্য করুন