একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমেরিকার নিউইয়র্কে আছেন ঢাকাই সিনেমার ব্যাচেলর হিরো জায়েদ খান। সেখানে প্রবাসী বাঙালিদের সামনে পারফর্ম করেছেন তিনি।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, অনুষ্ঠান থেকে বের হয়ে রাস্তায় যেতেই জায়েদকে ঘিরে ধরেন বেশ কজন তরুণী। এ বিষয়ে চিত্রনায়ক বলেছেন, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বেরোতেই মেয়েরা ঘিরে ধরে আমাকে। সব তরুণী প্রবাসী বাঙালি। তারা আমার সঙ্গে ছবি তুলেছে। একজন ফেসবুকে পোস্ট দিয়েছে, আমাকে মেসেজও করেছে। সেখানে আমার সঙ্গে তোলা ছবির ক্যাপশনে লিখেছে— মাই রিয়েল হিরো।
এর আগে অনুষ্ঠানের মঞ্চে জায়েদ খানের ওঠার সময় শত দর্শক ‘ভুয়া…ভুয়া’ বলে চিৎকার করে ওঠে। এ বিষয়ে জায়েদ বলেন, এগুলো উদ্দেশ্যপ্রণোদিত। কিছু যুবক ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে। কিন্তু সেটা যে আমাকে দেখে, তা নয়। তারা জেমস ভাই, এমনকি কাবিলা পলাশ মঞ্চে উঠতেও একইভাবে চিৎকার করেছে। অনেকের অভিযোগ, আমরা আগে কেন মঞ্চে উঠলাম না।
জায়েদ খান আরও বলেন, এখানে আমাদের পারফর্ম করার কথা ছিল না। তারপরও আমি অনুরোধ পেয়ে গান শুনিয়েছি। নিউইয়র্কের বাংলাদেশিদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে ইতিবাচকভাবে নিয়েছেন।
মন্তব্য করুন