অভিনেতা হিসেবেই তিনি সুপরিচিত। দর্শক তাকে অভিনয়শিল্পী হিসেবে চিনলেও একই সঙ্গে তিনি কাহিনিকার, চিত্রনাট্যকার ও নির্মাতা। বলছি অভিনেতা ও নির্মাতা সরকার রওনক রিপনের কথা।
এরই মধ্যে বেশ কয়েকটি কাজ করে আলোচনায় এসেছেন রওনক রিপন। আলোচিত সিরিজ ‘কারাগার’, ‘কারাগার ২’, ‘মহানগর ২’ এবং ‘মিশন হান্টডাউন’-এ অভিনয় করে আলোচিত হন তিনি।
সম্প্রতি ‘রঙের অনেক রঙ’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, নাজিবা বাশার, নিশা চৌধুরী, সোহেল তৌফিক, সোয়েব মনির, দাউদ নূর, ইউসুফ আতিক মানিক, ফারুক মহসিন প্রমুখ।
শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনের পর্দায় নাটকটি সম্প্রচারিত হবে। নাটকটি প্রসঙ্গে এ নির্মাতা বলেন, সমসাময়িক ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করেছি। তাই দর্শক খুব সহজেই গল্পটি রিলেট করতে পারবে। সামনে আমার পরিচালিত আরও নতুন বেশকিছু কাজ আসছে।
মন্তব্য করুন