দিন পেরোলেই ঈদুল আজহা। শুরু হয়ে গেছে ছুটি। বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এবারের ঈদে বিনোদনপ্রেমীদের মন রাঙাতে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনেমা। সেগুলো হলো—হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’।
সবচেয়ে বেশি হলে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। এর প্রযোজক আরশাদ আদনান। সিনেমাটি নির্মাতা হিমেল আশরাফ জানান, ‘প্রিয়তমা’ ছবিতে একেবারে নতুন লুকে দেখা যাবে শাকিব খানকে। তিনি আরও জানান, ঢাকার স্টার সিনেপ্লেক্স, যশোরের মণিহারসহ শতাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো রুপালি পর্দায় পা রাখছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আলফা আই ও চরকি প্রযোজিত সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্স, শ্যামলীসহ ৩০টির হলে মুক্তির কথা রয়েছে। বাংলাদেশে মুক্তির পর কলকাতার সিনেমা হলে এটি মুক্তি দেবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস ভি এফ। ছবিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।
শুটিং শেষ হওয়ার প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’। সিনেমাটির অভিনেতা নিরব জানান, দেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিযানের গল্প উঠে এসেছে এ ছবিতে। পরিচালক সৈকত নাসির কালবেলাকে জানান, সিনেমাটি সিনেপ্লেক্সসহ ১৫টি হলে মুক্তি পাবে। নিরব ছাড়াও এতে অভিনয় করেছেন শবনম বুবলী, তাসকিন রহমান, দোয়েল ম্যাশ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।
অন্যদিকে প্রায় আট বছর পর বড়পর্দায় ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় তার বিপরীতে আছেন শবনম বুবলী। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। নির্মাতা জানান, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি দিচ্ছেন তারা। পরে সময় করে এককভাবে সিনেমা হলে মুক্তি দেবেন।
সরকারি অনুদানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘লাল শাড়ি’ মুক্তি পাচ্ছে ঈদে। সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সরকারি অনুদানের ছবিটি দিয়েই প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস। ছবিটি অল্পসংখ্যক সিনেমা হলে মুক্তি পাবেন বলে জানান পরিচালক বন্ধন বিশ্বাস।
মন্তব্য করুন