দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সবাইকে আনন্দে সময় কাটানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়াও সবাইকে কোরবানির বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করে ফেলার অনুরোধ করেছেন এই চিত্রনায়িকা। ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বুবলী।
ভিডিওতে বুবলী বলেন, ‘ঈদে পশু কাটাকাটির কারণে চারপাশ একটু অপরিষ্কার হয়ে যাবে। সচেতন থেকে সবাই মিলে যদি নিজেদের উদ্যোগে আশপাশটা পরিচ্ছন্ন রাখি, তাতে আমাদেরই ভালো।’
এই আহ্বানের পাশাপাশি সিনেমা হলে গিয়ে ঈদের ছবি দেখার অনুরোধ জানিয়েছেন বুবলী। বলেছেন, ‘অবশ্যই বাংলা সিনেমা দেখতে ভুলবেন না। আমার দুটি সিনেমা রিলিজ হচ্ছে—প্রহেলিকা ও ক্যাসিনো। একটু সময় বের করে সিনেমা হলে গিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে এই ছবি দুটি উপভোগ করুন।’
চয়নিকা চৌধুরী নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমায় বুবলী অভিনয় করেছেন মাহফুজের বিপরীতে। অন্যদিকে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’তে নায়ক নিরবের নায়িকা হয়েছেন তিনি।
মন্তব্য করুন