এম এম মাহবুব হাসান
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সফলতার নেপথ্যে : উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের ১০টি মূলমন্ত্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাফল্য কি কেবলই মেধা, কঠোর পরিশ্রম আর ভাগ্যের এক রহস্যময় সমীকরণ? নাকি এর নেপথ্যে কাজ করে বিশেষ কোনো মনস্তাত্ত্বিক ছক? সমকালীন বিশ্বে যারা নিজ নিজ ক্ষেত্রে শিখরে আরোহণ করেছেন, তাদের জীবন অনুসন্ধান করলে দেখা যায়, সাফল্য কোনো দৈব ঘটনা নয়। এটি মূলত একটি সুশৃঙ্খল জীবনদর্শন এবং বিশেষ কিছু মানসিক অভ্যাসের ফসল।

আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘হাই-পারফরম্যান্স মাইন্ডসেট’। যারা সাধারণের ভিড় ঠেলে অনন্য হয়ে ওঠেন, তারা প্রতিকূলতাকে দেখেন ভিন্ন চোখে, ব্যর্থতাকে গ্রহণ করেন ভিন্নভাবে। আজকের এই প্রবন্ধে আলোচনা করব উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের সেই ১০টি বিশেষ মূলমন্ত্র নিয়ে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

১. চরম দায়বদ্ধতা : ‘ফলাফলের মালিকানা যখন নিজের’

উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো তারা কখনোই ‘ভিক্টিম কার্ড’ খেলেন না। কোনো কাজে ব্যর্থ হলে তারা আকাশ, বাতাস বা ভাগ্যকে দোষারোপ করেন না। তারা বিশ্বাস করেন এক্সট্রিম ওনারশিপ (Extreme Ownership) বা চরম দায়বদ্ধতায়।

একজন সাধারণ মানুষ হয়তো বলবেন, ‘অফিসের পরিবেশ খারাপ ছিল বলে আমি প্রজেক্টটা শেষ করতে পারিনি।’ কিন্তু একজন উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষ বলবেন, ‘আমি পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো পরিকল্পনা করতে পারিনি, তাই আমি ব্যর্থ হয়েছি।’ এই মালিকানাবোধ তাকে পরিস্থিতির দাসে পরিণত না করে পরিস্থিতির মালিকে রূপান্তরিত করে। যখন আপনি নিজের ভুলের দায়িত্ব নেন, তখনই কেবল আপনি তা সংশোধনের ক্ষমতা অর্জন করেন।

২. বৃদ্ধির মানসিকতা : ‘দক্ষতা অর্জিত হয়, জন্মগত নয়’

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের মতে, সফল মানুষেরা ‘গ্রোথ মাইন্ডসেট’ বা বৃদ্ধির মানসিকতা লালন করেন। তারা মনে করেন না যে বুদ্ধি বা প্রতিভা স্থির কিছু। বরং তারা বিশ্বাস করেন, সাধনা এবং সঠিক কৌশলের মাধ্যমে যে কোনো নতুন দক্ষতা আয়ত্ত করা সম্ভব।

যাদের এই মানসিকতা থাকে, তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পান না। তারা জানেন যে আজ যে কাজটি কঠিন মনে হচ্ছে, বারবার অনুশীলনে কাল সেটিই ‘জলবৎ তরলং’ হয়ে যাবে। তাদের কাছে ব্যর্থতা মানে পরাজয় নয়, বরং এটি হলো একটি ‘লার্নিং কার্ভ’ বা শেখার বাঁক।

৩. কৌশলগত পরিমিতিবোধ : ‘কাজই জীবন নয়’

একটি প্রচলিত ধারণা হলো, যে যত বেশি কাজ করবে সে তত সফল হবে। কিন্তু উচ্চ-দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা এই ধারণাকে ভুল প্রমাণ করেন। তারা জানেন যে বিরামহীন কাজ আসলে সৃজনশীলতাকে মেরে ফেলে। তারা ‘বার্নআউট’ এড়াতে জানেন।

তারা জীবনের একটি ভারসাম্য বা হারমনি বজায় রাখেন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং পরিবারের সাথে কাটানো গুণগত সময় তাদের মানসিক জ্বালানি হিসেবে কাজ করে। তারা যখন কাজ করেন, তখন শতভাগ মনোযোগ দিয়ে করেন; আবার যখন বিশ্রাম নেন, তখন মস্তিষ্ককে পুরোপুরি ছুটি দেন। এই সতেজতাই তাদের কাজের গুণগত মানকে সাধারণের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়।

৪. বৌদ্ধিক নম্রতা ও নিরন্তর শেখার আগ্রহ

সাফল্যের একটি বড় শত্রু হলো অহংকার। উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষরা জানেন যে তারা সব জানেন না। একে বলা হয় ‘ইন্টেলেকচুয়াল হিউমিলিটি’। তারা সবসময় একজন শিক্ষার্থীর মতো কৌতূহলী থাকেন।

তারা নিজের চেয়ে কম বয়সী বা নিচু পদের মানুষের কাছ থেকেও শিখতে দ্বিধা করেন না। গঠনমূলক সমালোচনা বা ফিডব্যাক তাদের কাছে অমূল্য সম্পদ। তারা বিশ্বাস করেন, যেদিন থেকে শেখা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকেই পতনের শুরু। এই বিনয়ই তাদের প্রতিনিয়ত আধুনিক বিশ্বের সাথে আপডেটেড রাখে।

৫. রিসোর্সফুলনেস : ‘সীমিত সম্পদে অসীম সম্ভাবনা’

অনেকে সুযোগের অভাব বা সম্পদের স্বল্পতার অজুহাত দিয়ে থেমে থাকেন। কিন্তু সফল মানুষেরা হাতে যা আছে তা দিয়েই শুরু করেন। একে বলা হয় রিসোর্সফুলনেস বা উপস্থিত বুদ্ধির সঠিক প্রয়োগ।

তারা সমস্যার দিকে আঙুল না তুলে সমাধানের দিকে নজর দেন। যখন তাদের কাছে পর্যাপ্ত বাজেট নেই, তখন তারা বিকল্প কোনো পথ খুঁজে বের করেন। যখন তাদের কাছে আধুনিক প্রযুক্তি নেই, তখন তারা সৃজনশীল উপায়ে পুরোনো পদ্ধতিকেই কার্যকরী করে তোলেন। তারা বিশ্বাস করেন, পথ না থাকলে পথ তৈরি করে নিতে হয়।

৬. অদম্য সাহস : ‘ঝুঁকি নেওয়ার শিল্প’

সাফল্য কখনো ‘সেফ জোন’ বা নিরাপদ বলয়ে আসে না। উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষরা বড় স্বপ্ন দেখার সাহস করেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে ঝুঁকি নিতে পিছপা হন না। তারা অন্য কারো অনুমতির জন্য অপেক্ষা করেন না। তাদের সাহসের অর্থ এই নয় যে তারা ভয় পান না। বরং ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার নামই তাদের কাছে সাহস। তারা জানেন যে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকলেও সাহসী পদক্ষেপ না নেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। এই অদম্য জেদই তাদের সাধারণের কাতার থেকে আলাদা করে দেয়।

৭. গভীর কৃতজ্ঞতাবোধ : ‘শান্ত মনে বড় জয়’

সাফল্য মানুষকে উদ্ধত করতে পারে, কিন্তু প্রকৃত উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষরা সবসময় কৃতজ্ঞ থাকেন। তারা তাদের প্রাপ্তিকে সম্পদ হিসেবে দেখেন। এই কৃতজ্ঞতাবোধ তাদের ভেতরে একটি পজিটিভ ভাইব তৈরি করে।

গবেষণায় দেখা গেছে, কৃতজ্ঞ মানুষেরা মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল এবং সুখী হন। আর একটি সুখী মন অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারে। তারা কেবল নিজের কথা ভাবেন না, বরং যারা তাদের সাফল্যে অবদান রেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ থাকেন এবং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

৮. কঠোর শৃঙ্খলা : ‘ইচ্ছার বিরুদ্ধেও কাজ করার নামই জয়’

মোটিভেশন বা অনুপ্রেরণা হলো দেশলাইয়ের কাঠির মতো- এটি আগুন জ্বালাতে পারে, কিন্তু সেই আগুন ধরে রাখতে প্রয়োজন জ্বালানি বা শৃঙ্খলা। আমাদের সবারই এমন দিন যায় যখন কাজ করতে ইচ্ছা করে না, শরীর চলে না। উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষরা কেবল ভালো মুড বা মোটিভেশনের অপেক্ষায় বসে থাকেন না। তারা একটি রুটিন বা সিস্টেম মেনে চলেন। যখন আবেগ বাধা দেয়, তখন তাদের শৃঙ্খলা তাদের টেনে নিয়ে যায়। তারা জানেন, ধারাবাহিকতাই হলো শ্রেষ্ঠত্বের চাবিকাঠি। প্রতিদিনের ছোট ছোট সুশৃঙ্খল পদক্ষেপ দিনশেষে বিশাল অর্জনে রূপ নেয়।

৯. রেজিলিয়েন্স : ‘ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানো’

জীবন সবসময় সোজা পথে চলে না। হোঁচট খাওয়া অনিবার্য। কিন্তু উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের বিশেষত্ব হলো তাদের রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা। তারা পড়ে যাওয়ার পর কত দ্রুত উঠে দাঁড়াচ্ছেন, সেটাই তাদের কাছে আসল পরীক্ষা। তারা পরাজয়কে ব্যক্তিগতভাবে নেন না। বরং পরাজয়ের ধুলো ঝেড়ে ফেলে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। তাদের কাছে প্রতিটি আঘাত আসলে নিজেকে আরও শক্ত করার একটি পাথর মাত্র। এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতার কারণেই তারা অপরাজেয়।

১০. দীর্ঘমেয়াদী দৃষ্টি বা ‘লং গেম’

অধিকাংশ মানুষ তাৎক্ষণিক পুরস্কার বা শর্টকাট খোঁজে। কিন্তু উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষরা খেলেন ‘লং গেম’। তারা ৫ বছর বা ১০ বছর পরের একটি লক্ষ্যের জন্য আজকের ছোট আনন্দ ত্যাগ করতে পারেন। তাদের কাছে সাফল্যের সংজ্ঞা হলো ম্যারাথন দৌড়, ১০০ মিটারের স্প্রিন্ট নয়। তারা সাময়িক লাভের চেয়ে স্থায়ী প্রভাব তৈরিতে বেশি আগ্রহী। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাই তাদের ধৈর্যশীল হতে শেখায় এবং জীবনের বড় বড় বাঁকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

পরিশেষে, আপনার যাত্রা শুরু হোক আজই। উচ্চ-দক্ষতাসম্পন্ন হওয়া কোনো আকাশকুসুম কল্পনা নয়, বরং এটি একটি সচেতন সিদ্ধান্ত। উপরে বর্ণিত ১০টি মূলমন্ত্র কোনোটিই অসম্ভব নয়। এগুলো মূলত আমাদের চিন্তার খোরাক এবং অভ্যাসের রূপরেখা।

আমরা যদি প্রতিদিন আমাদের কাজের মধ্যে সামান্যতম দায়বদ্ধতা, কিছুটা শৃঙ্খলা আর অদম্য শেখার আগ্রহ যোগ করতে পারি, তবে সাফল্য আমাদের কাছে ধরা দিতে বাধ্য। মনে রাখবেন, বড় পরিবর্তন রাতারাতি আসে না; এটি আসে প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনের সমষ্টি হিসেবে। আপনার ভেতরের সেই অদম্য সত্তাকে জাগিয়ে তুলুন। সাফল্যের আকাশ আপনার অপেক্ষায়।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

১০

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

১১

শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল

১২

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা

১৩

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

১৪

প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?

১৫

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

১৬

ইরানের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

১৭

অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

১৮

হাজার কোটির সম্পত্তি ফিরে পেলেন সাইফ

১৯

মাঠে কৃষকদের সঙ্গে কাজ করলেন নুরুদ্দিন অপু

২০
X