বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আপনারা সবাই ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন : ভাবনা

আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত
আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

‘উৎসবমুখর নির্বাচন হোক, সেটাই আশা করছি। আপনারা সবাই ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন, যাতে আনন্দের সঙ্গে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি’, সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সময় নিজের ফ্যাশন, সিনেমা এবং আসন্ন বইমেলায় প্রকাশিতব্য তার বইয়ের বিষয়েও কথা বলেন অভিনেত্রী।

ফ্যাশনের বিষয়ে ভাবনা বলেন, যে যার মতো করে ফ্যাশনকে তুলে ধরে। আমার ফ্যাশন আমার মুডের ওপর ডিপেন্ড করে। মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় ফ্যাশনের মাধ্যমে। আজকে আমার শাড়ি পরতে ইচ্ছে করছিল, তাই আমি শাড়ি পরেছি।

আগামী বছরের ব্যস্ততার বিষয়ে অভিনেত্রী বলেন, ফেব্রুয়ারিতে আপনারা জানতে পারবেন কবে আমার সিনেমা আসছে। আগামী বছর আমার তিনটি সিনেমা রিলিজ হবে, আপনারা অবশ্যই সবাই আসবেন। আমি মনে করি আগামী বছর আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো একটি বছর হবে। আমি এ বছর সিনেমা নিয়ে থাকতে চেয়েছি এবং স্ট্রাগল করছি সিনেমা নিয়ে থাকার। এ জন্য অনেক কাজ করছি না। অপেক্ষা করছি ভালো স্ক্রিপ্টের।

নতুন বছরের পরিকল্পনার প্রশ্নে ভাবনা বলেন, নতুন বছরের পরিকল্পনা হচ্ছে সিনেমা করতে চাই। সিনেমা নিয়ে আরও অনেক বেশি সিরিয়াস হতে চাই। যে রকমটা এ বছর করলাম, সেই ধারাবাহিকতা যেন থাকে।

চলতি বছরের বিষয়ে তিনি বলেন, এ বছরটা আমার জন্য অনেক লাকি, কারণ আমি তিনটি ছবির কাজ একসঙ্গে শেষ করতে পেরেছি। ইতোমধ্যে আরও দুটি সিনেমার কথা চলছে। হয়তো আপনারা সামনেই জানতে পারবেন। তাই আমার জন্য এ বছরটি অনেক লাকি।

আসন্ন বইমেলায় নিজের বইয়ের বিষয়ে ভাবনা বলেন, বইমেলায় ‘কাজের মেয়ে’ নামে আমার একটি উপন্যাস আসছে। মিজান পাবলিশার্স থেকে। প্রত্যেক বইমেলায় যে রকম আমার বই থাকে এবারও তার ব্যতিক্রম নয়।

ভাবনা আরও বলেন, আমার নিজেকে কিন্তু অলস মনে হয়। আমার মনে হয় চাইলে আমি অনেক কাজ করতে পারি। এমন নয় যে আমি সারাদিন অনেক কাজ করি। আমি অনেক বসে থাকি, অনেক আড্ডা দিই, অনেক ঘুরতে যাই। আমি মনে করি না যে আমি অনেক কিছু করে ফেলেছি, আমার মনে হয় আমি চাইলে আরও অনেক বেশি পরিশ্রমী হতে পারি। কিন্তু আমি খানিকটা অলস।

তিনি বলেন, এই যে আপনারা লেখার কথা বললেন, ছবি আঁকার কথা বললেন, আমার মনে হয় আমি শিল্পের সব শাখায় হাঁটতে চাই। সচেতনভাবে আমি যে এগুলো করি, তা নয়। আমার লিখতে ভালো লাগে ছোটবেলা থেকে, তাই লিখি। আপনারা আমার লেখা পছন্দ করেন, পাঠকরা আমার বই কেনেন, তাই পরবর্তী বছর প্রকাশকদের একটা আবদার থাকে। দেখা যায় অনেক প্রকাশককে নিরাশ করতে হয়। কারণ অ্যাকটিং ইজ ভেরি ডিমান্ডিং জব। তাই আমি চাইলেই অনেক কিছু করতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল 

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ : জামায়াত আমির

স্বামীর নির্বাচনী প্রচারে মাঠে নামলেন নাসরিন আউয়াল মিন্টু

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদ

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

সারা দেশে বহিষ্কার করা নেতাকর্মীদের তথ্য জানাল বিএনপি

১০

ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ বাড়ছে ভারতে

১১

আইসিসির বোর্ড সভায় একটি দেশ পক্ষে ছিল বাংলাদেশের! 

১২

তারেক রহমানের জনসভায় নাশকতার শঙ্কা নেই : এসএমপি কমিশনার

১৩

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

১৪

আরও শক্তি বাড়াল মোস্তাফিজের সাবেক দল

১৫

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

১৬

ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

১৭

সিলেটের পথে তারেক রহমান

১৮

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান উপদেষ্টা ফরিদার

১৯

প্রিয়াঙ্কার স্মৃতিচারণ

২০
X