কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈগল-ফিগল চলবে না শুধু নৌকা চলবে : চিত্রনায়ক সাইমন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আ.লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি’র নির্বাচনী পথসভায় অংশ নেন চিত্রনায়ক সাইমন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আ.লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি’র নির্বাচনী পথসভায় অংশ নেন চিত্রনায়ক সাইমন। ছবি : কালবেলা

নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ জেলার কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়ন পরিষদ এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি’র নির্বাচনী পথসভায় তিনি অংশগ্রহণ করেন।

সাইমন সাদিক বলেন, বাংলাদেশে আজ যে উন্নয়ন হয়েছে তা নৌকার হাত ধরে হয়েছে। উন্নয়নের সে ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং কিশোরগঞ্জ-হোসেনপুর উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নৌকা ও লিপি আন্টির কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে সাইমন সাদিক বলেন, আমরা কী চাই? আমরা কি ভাত চাই? কাপড় চাই? না, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। সুশৃঙ্খল নেতৃত্ব চাই। আমরা এমন নেতৃত্ব চাই না যে উড়ে আসলাম আর জুড়ে বসলাম। কিশোরগঞ্জ-হোসেনপুর বিভিন্ন স্থানে দেখা যায় আমি আমার পছন্দের লোককে পদ-পদবি দিয়ে দিলাম। সারাবছর খবর নাই, মোটরসাইকেল নিয়ে ঘুরেছি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি, এখন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বিভিন্ন মতবাদ দিচ্ছি। নৌকা মনোনীত প্রার্থীর ওপর আস্থা রেখে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। আমরা তার সাথে থাকতে চাই, কারণ আমরা বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনা যার উপর আস্থা রেখেছেন বাংলাদেশ তার দিকে তাকিয়ে থাকবে। আমরা কোনো দলীয়করণ চাই না। প্রধানমন্ত্রী কৌশলের কারণে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা দেননি। কিন্তু তারা নৌকার অতীত ব্যবহার করছে। অতীতে নৌকাকে ব্যবহার করে তারা যে দিনের পর দিন অর্থ ইনকাম করেছে এখন সেগুলো ফেলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। যতই বিভ্রান্ত ছড়ানো হোক ঈগল-ফিগল চলবে না, শুধু নৌকা চলবে। আমরা শুধু সুন্দরভাবে নৌকাডা বায়া যাইতে চাই।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি’র প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) হিসেবে তার বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও জাতীয় পার্টি (লাঙ্গল) মার্কায় ডা. আব্দুল হাই, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. আব্দুল আউয়াল, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোবারক হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আনোয়ারুল কিবরিয়া রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের তিনটি আসনে বিএনপির ভরসা যারা

ময়মনসিংহের ১১টি আসনের ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

বগুড়ায় বিএনপির প্রার্থী হলেন যারা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, বাস্তবায়নও করে : মিল্লাত

১০

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

১১

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

১২

বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

১৩

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

১৪

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

১৬

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

১৭

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

১৯

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

২০
X