টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্থায়ী হল বানিয়ে নিশোর সুড়ঙ্গ দেখল এলাকাবাসী

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মানুষের সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা হল। কেবল জেলা শহরে একে একে গড়ে উঠেছিল ৫টি সিনেমা হল। রওশন, রূপবানী, রূপসী, কেয়া ও মাল। ইতোমধ্যে এই ৫টি সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। ফলে এখানে চলচ্চিত্র জগতের সোনালি অধ্যায়ের সূর্য অস্তমিত হয়। এরপরও দেশীয় চলচ্চিত্রের প্রতি মানুষের ভালোবাসার কোনো কমতি নেই। সুযোগ পেলেই বিনোদনপ্রেমীরা ছুটে যায় দূর-দূরান্তের সিনেমা হলে। যার প্রমাণ পাওয়া গেল টাঙ্গাইলের ভূঞাপুরে।

ভূঞাপুরে কোনো সিনেমা হল না থাকায় পৌর মিলনায়তনকে অস্থায়ী সিনেমা হল বানিয়ে প্রদর্শিত হচ্ছে ছোট পর্দার বড় নায়ক আফরান নিশোর সুড়ঙ্গ। আফরান নিশোর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। নিজ এলাকার মানুষ হল না থাকায় বঞ্চিত হবে তা মানতে পারছিলেন না ভক্তরা। তাই ভূঞাপুর উপজেলার পৌর কর্তৃপক্ষের সহায়তায় পৌর মিলনায়তনকে ভক্তরা বানিয়ে ফেললেন অস্থায়ী সিনেমা হল। ঈদের প্রথম দিনের শো থেকেই চতুর্থ দিন সোমবার পর্যন্ত টানা হাউস ফুল অস্থায়ী সিনেমা হল। ভিড় ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। দর্শকরাও হলের আবহে প্রিয় তারকার সিনেমা দেখতে পেয়ে খুশি। আয়োজক ও দর্শকরা স্থায়ী হল নির্মাণের দাবি জানান।

জানা যায়, ১৯৯০ সালে টাঙ্গাইল জেলায় মোট ৫১টি সিনেমা হল ছিল। এসব সিনেমা হলে ৫টি শিফটে সিনেমা প্রদর্শন করা হতো। শহর থেকে শুরু করে হাটে-বাজারে পোস্টার ও মাইকিং করে সিনেমার নাম প্রচার করে দিন-রাত মাইকিং করা হতো। ঈদ ও বিভিন্ন উৎসবে সিনেমা হলের সামনে উপচেপড়া ভিড় থাকত। এরপর দর্শকের অভাবে একে একে বন্ধ হয়ে যায় সবকটি সিনেমা হল। শহরের সিনেমাপ্রেমী দর্শকের বিনোদনের শেষ সিনেমা হল মাল হলেও সেটিও ২০২২ সালের ১৮ ডিসেম্বর ভাঙার কাজ শুরু করে। বর্তমানে এখানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে।

সরেজমিনে ভূঞাপুরের অস্থায়ী সিনেমা হলে দেখা যায়, সকাল থেকেই দর্শনার্থীরা সিনেমা দেখতে হলে এসেছেন। যথাসময়েই সিনেমা শুরু হয়েছে। ঈদের চতুর্থ দিনেও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিনেমা হল।

আয়োজকরা জানায়, ঈদ উপলক্ষে মুক্তি পায় সুড়ঙ্গ। তবে বৃষ্টির কারণে দর্শকরা ঠিকমতো আসতে পারেনি। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে ৪টি করে শো চলছে। ঝুঁকি জেনেও এমন উদ্যোগ নেওয়া হয়। প্রেক্ষাগৃহের আদলে এই সিনেমা দেখানোর জন্যই পৌরসভার ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল প্রস্তুত করি আমরা। আমরা ১২ জন সদস্য মিলে এই আয়োজন করি।

দর্শনার্থী হাসান বলেন, নিশোর ফ্যান গ্রুপের পক্ষ থেকে আমি ৪৫টি টিকিট কিনেছি। নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রতিনিয়তই যোগাযোগ হয়।

আরেক দর্শনার্থী অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে সুড়ঙ্গ সিনেমা দেখতে এসেছি। সিনেমা দেখে আমাদের খুব ভালো লেগেছে। নিশোর আরও সাফল্য কামনা করছি। জেলায় বর্তমানে কোনো সিনেমা হলে নেই। আমরা স্থায়ীভাবে সিনেমা হলের দাবি জানাচ্ছি।

সিনেমা হল পরিচালনার প্রধান জহুরুল চকদার বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের ৩ লাখ টাকা খরচ হয়েছে। টাঙ্গাইলে অস্থায়ী সিনেমা হলে বৃষ্টির মধ্যেও যেভাবে দর্শক সুড়ঙ্গ সিনেমা দেখতে ভিড় করছে, তাতে দর্শকদের জায়গা দিতে হিমশিম খাচ্ছি। আমরা ১২ জন মিলে এই অস্থায়ী হল করেছি। ব্যবসার জন্য চিন্তা করে নয়, এটি টাঙ্গাইলের মানুষকে সুস্থ বিনোদনের কথা চিন্তা করেই করা হয়েছে। তা ছাড়া নিশো ভাই আমাদের এলাকার ছেলে, তার ভালো একটি সিনেমা আমাদের টাঙ্গাইলের মানুষ দেখতে পারবে না এটি তো হয় না। প্রতিদিন প্রায় সাত থেকে ৮০০ টিকিট বিক্রি হয়, যার প্রতিটির মূল্য একশ টাকা।

তিনি আরও বলেন, এখন ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানুষ দেখতে ভিড়ও জমাচ্ছে। কাজেই শিক্ষিত ও পেশাদাররা এগিয়ে এলে সুস্থ চলচ্চিত্র নির্মিত হলে, সরকার আধুনিক সিনেমা হল নির্মাণে আন্তরিকভাবে পৃষ্ঠপোষকতা করলে এ দেশে আবারও সিনেমাশিল্পের প্রসার ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

১০

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১১

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১২

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১৩

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১৪

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৫

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৬

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৭

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৮

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৯

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

২০
X