টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্থায়ী হল বানিয়ে নিশোর সুড়ঙ্গ দেখল এলাকাবাসী

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মানুষের সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা হল। কেবল জেলা শহরে একে একে গড়ে উঠেছিল ৫টি সিনেমা হল। রওশন, রূপবানী, রূপসী, কেয়া ও মাল। ইতোমধ্যে এই ৫টি সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। ফলে এখানে চলচ্চিত্র জগতের সোনালি অধ্যায়ের সূর্য অস্তমিত হয়। এরপরও দেশীয় চলচ্চিত্রের প্রতি মানুষের ভালোবাসার কোনো কমতি নেই। সুযোগ পেলেই বিনোদনপ্রেমীরা ছুটে যায় দূর-দূরান্তের সিনেমা হলে। যার প্রমাণ পাওয়া গেল টাঙ্গাইলের ভূঞাপুরে।

ভূঞাপুরে কোনো সিনেমা হল না থাকায় পৌর মিলনায়তনকে অস্থায়ী সিনেমা হল বানিয়ে প্রদর্শিত হচ্ছে ছোট পর্দার বড় নায়ক আফরান নিশোর সুড়ঙ্গ। আফরান নিশোর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। নিজ এলাকার মানুষ হল না থাকায় বঞ্চিত হবে তা মানতে পারছিলেন না ভক্তরা। তাই ভূঞাপুর উপজেলার পৌর কর্তৃপক্ষের সহায়তায় পৌর মিলনায়তনকে ভক্তরা বানিয়ে ফেললেন অস্থায়ী সিনেমা হল। ঈদের প্রথম দিনের শো থেকেই চতুর্থ দিন সোমবার পর্যন্ত টানা হাউস ফুল অস্থায়ী সিনেমা হল। ভিড় ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। দর্শকরাও হলের আবহে প্রিয় তারকার সিনেমা দেখতে পেয়ে খুশি। আয়োজক ও দর্শকরা স্থায়ী হল নির্মাণের দাবি জানান।

জানা যায়, ১৯৯০ সালে টাঙ্গাইল জেলায় মোট ৫১টি সিনেমা হল ছিল। এসব সিনেমা হলে ৫টি শিফটে সিনেমা প্রদর্শন করা হতো। শহর থেকে শুরু করে হাটে-বাজারে পোস্টার ও মাইকিং করে সিনেমার নাম প্রচার করে দিন-রাত মাইকিং করা হতো। ঈদ ও বিভিন্ন উৎসবে সিনেমা হলের সামনে উপচেপড়া ভিড় থাকত। এরপর দর্শকের অভাবে একে একে বন্ধ হয়ে যায় সবকটি সিনেমা হল। শহরের সিনেমাপ্রেমী দর্শকের বিনোদনের শেষ সিনেমা হল মাল হলেও সেটিও ২০২২ সালের ১৮ ডিসেম্বর ভাঙার কাজ শুরু করে। বর্তমানে এখানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে।

সরেজমিনে ভূঞাপুরের অস্থায়ী সিনেমা হলে দেখা যায়, সকাল থেকেই দর্শনার্থীরা সিনেমা দেখতে হলে এসেছেন। যথাসময়েই সিনেমা শুরু হয়েছে। ঈদের চতুর্থ দিনেও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিনেমা হল।

আয়োজকরা জানায়, ঈদ উপলক্ষে মুক্তি পায় সুড়ঙ্গ। তবে বৃষ্টির কারণে দর্শকরা ঠিকমতো আসতে পারেনি। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে ৪টি করে শো চলছে। ঝুঁকি জেনেও এমন উদ্যোগ নেওয়া হয়। প্রেক্ষাগৃহের আদলে এই সিনেমা দেখানোর জন্যই পৌরসভার ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল প্রস্তুত করি আমরা। আমরা ১২ জন সদস্য মিলে এই আয়োজন করি।

দর্শনার্থী হাসান বলেন, নিশোর ফ্যান গ্রুপের পক্ষ থেকে আমি ৪৫টি টিকিট কিনেছি। নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রতিনিয়তই যোগাযোগ হয়।

আরেক দর্শনার্থী অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে সুড়ঙ্গ সিনেমা দেখতে এসেছি। সিনেমা দেখে আমাদের খুব ভালো লেগেছে। নিশোর আরও সাফল্য কামনা করছি। জেলায় বর্তমানে কোনো সিনেমা হলে নেই। আমরা স্থায়ীভাবে সিনেমা হলের দাবি জানাচ্ছি।

সিনেমা হল পরিচালনার প্রধান জহুরুল চকদার বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের ৩ লাখ টাকা খরচ হয়েছে। টাঙ্গাইলে অস্থায়ী সিনেমা হলে বৃষ্টির মধ্যেও যেভাবে দর্শক সুড়ঙ্গ সিনেমা দেখতে ভিড় করছে, তাতে দর্শকদের জায়গা দিতে হিমশিম খাচ্ছি। আমরা ১২ জন মিলে এই অস্থায়ী হল করেছি। ব্যবসার জন্য চিন্তা করে নয়, এটি টাঙ্গাইলের মানুষকে সুস্থ বিনোদনের কথা চিন্তা করেই করা হয়েছে। তা ছাড়া নিশো ভাই আমাদের এলাকার ছেলে, তার ভালো একটি সিনেমা আমাদের টাঙ্গাইলের মানুষ দেখতে পারবে না এটি তো হয় না। প্রতিদিন প্রায় সাত থেকে ৮০০ টিকিট বিক্রি হয়, যার প্রতিটির মূল্য একশ টাকা।

তিনি আরও বলেন, এখন ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানুষ দেখতে ভিড়ও জমাচ্ছে। কাজেই শিক্ষিত ও পেশাদাররা এগিয়ে এলে সুস্থ চলচ্চিত্র নির্মিত হলে, সরকার আধুনিক সিনেমা হল নির্মাণে আন্তরিকভাবে পৃষ্ঠপোষকতা করলে এ দেশে আবারও সিনেমাশিল্পের প্রসার ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১০

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১১

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১২

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৩

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৪

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৫

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

১৬

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

১৭

প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ

১৮

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

১৯

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

২০
X