ফ্রান্সের ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমায় বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উৎসব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের ৩০তম আসরে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র বিচার করবেন ফারুকী। এবার জুরিবোর্ডের সভাপতি ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ।
এ বিষয়ে ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘জুরিবোর্ডের সদস্য হতে পেরে আমি সম্মানীত, যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’
উৎসবের জুরি বোর্ডের অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।
মন্তব্য করুন