বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের কারণ জানালেন মাহি

মো. রকিব সরকার ও মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
মো. রকিব সরকার ও মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙছে—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেটিই সত্যি হলো। স্বামী রকিবের সঙ্গে এক ছাদের নিচে আর থাকছেন না বলে নিশ্চিত করেছেন মাহি নিজেই। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

ভিডিওবার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কান্নাজড়িত কণ্ঠে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি।

মাহি আরও বলেন, আজকে এ রকম একটা ভিডিও করতে হবে, সেটা ভাবিনি। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত।

অনেক দিন ধরে আলাদা থাকছেন জানিয়ে তিনি বলেন, একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরে থেকে বোঝা যাবে না।

ভিডিওবার্তায় মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করতে নেটিজেনদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে; তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। সবাই দোয়া করবেন, যেন ফারিশকে নিয়ে আমার পথচলা মসৃণ হয়।

রাত ১১টা ৪৯ মিনিটে ‘আমার ফারিশ কলিজাকে দোয়া করে দিবেন সবাই’ ক্যাপশনে দেওয়া ভিডিও বার্তা পোস্ট করেন মাহি। ৮ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে বলেন, আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী। পাঁচ বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১০

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১১

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১২

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১৩

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৪

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

১৫

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

১৬

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা

১৭

১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

১৮

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৯

বিএনপিকে পত্রপল্লবে সজ্জিত করেছেন বেগম খালেদা জিয়া : কায়সার কামাল

২০
X