

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের জন্য দলগত পারফরম্যান্স চান নোয়াখালী এক্সপ্রেসের উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। সংবাদমাধ্যমকে তিনি জানান, বিপিএলের মতো চ্যালেঞ্জিং টুর্নামেন্টে শুধু ব্যক্তিগত পারফরম্যান্স দলের জন্য যথেষ্ট হবে না।
অঙ্কন বলেন, ‘সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমার কাছে মনে হয়, আমরা শুরু থেকে দল হিসেবে কতটা গোছানো ক্রিকেট খেলতে পারছি ও সবাই কতটা পারফরম্যান্স করতে পারছে, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচে ভালো খেলা ও প্রত্যক ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
দলের সাফল্যের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর অঙ্কন। বিশেষ করে উপরের দিকে ব্যাট হাতে অবদান রাখতে চান তিনি। তবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানান অঙ্কন।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার পরিবর্তিত হতে পারে। আমরা যারা মিডল বা লোয়ার অর্ডারে খেলি, যে কারও ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে। দলের প্রয়োজনের ওপর নির্ভর করে কখন ব্যাট করতে হবে। তবে আমরা সবাই দলের পরিকল্পনা অনুযায়ী খেলব।’
মন্তব্য করুন