সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঢাকাই সিনেমার ব্যাচেলর হিরো জায়েদ খান। বর্তমানে আমেরিকায় আছেন এই চিত্রনায়ক। সেখানে মেয়েদের সঙ্গে ছবি তুলতে তুলতেই বেশিরভাগ সময় কাটছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে নিউইয়র্ক ও ভার্জিনিয়ায় দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জায়েদ। তবে নিউইয়র্কে সমালোচনার কবলে পড়েন তিনি। সেখানে একটি আয়োজনে প্রবাসী বাঙালিদের সামনে পারফর্ম করেছেন জায়েদ খান। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, অনুষ্ঠানের উপস্থাপক সাজু খাদেম জায়েদকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ দর্শক চিত্রনায়ককে উদ্দেশ্য করে ‘ভুয়া... ভুয়া’ বলে চিৎকার শুরু করেন। দর্শকরা ভুয়া বলতে থাকলেও সেদিকে কর্ণপাত না করে নাচের বদলে একটি গান পরিবেশন করেন জায়েদ। তবে ভার্জিনিয়ার দর্শকরা জায়েদের নাচ উপভোগ করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক নিজেই।
এসবের মধ্যেই নায়ক জায়েদকে দেখা গেল নায়াগ্রা জলপ্রপাতের কাছে। জায়েদের ভাষ্য— সেখানে অনেক মেয়ের সঙ্গে ছবি তুলেছেন তিনি।
চিত্রনায়ক জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। যেখানেই যাচ্ছেন মেয়েরা জেঁকে ধরছেন। প্রত্যেকে ছবি তুলতে চাইছেন তার সঙ্গে। প্রথমে এককভাবে ছবি তোলেন, তারপর সবাই মিলে জায়েদকে ঘিরে ধরে ছবি তোলেন।
মন্তব্য করুন