বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:৫৭ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন তারকার কলকাতা জয়

অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিন ও সোহেল মণ্ডল। ছবি সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিন ও সোহেল মণ্ডল। ছবি সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা জয় করল বাংলাদেশের তিন তারকা। দাপটের সঙ্গে অভিনয়ের পাশাপাশি এবার পুরস্কার অর্জনেও এগিয়ে থাকলো তারা। পশ্চিমবঙ্গের সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ (বাংলা) উঠলো জয়া আহসান, তাসনিয়া ফারিন ও সোহেল মণ্ডলের হাতে। এরপর পুরস্কার হাতে তিনজনই গণমাধ্যমে জানিয়েছেন অনুভূতি।

জয়া আহসান চতুর্থবারের মতো ব্লাক লেডি নিজের ঘরে এনেছেন। তাই তার উচ্ছ্বাসটাও ছিল সবার থেকে আলাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার হাতে জানালেন নিজের অনুভূতি। বেশকিছু ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘চতুর্থবারের মতো সম্মানিত কালো নারী আমার বাড়িতে এসেছেন। অর্ধাঙ্গিনী সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা পেয়ে আনন্দিত। ফিল্মফেয়ার এবং চমৎকার এই সিনেমার পুরো টিমকে ধন্যবাদ।’ তবে পার্শ্ব চরিত্রে এবারই জয়া প্রথম পুরস্কার পেলেন। তার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত জয়া উপস্থিত গণমাধ্যমে বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

পুরস্কার গ্রহণে কলকাতা উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। কলকাতার সিনেমা ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম সিনেমাই নয়, ক্যারিয়ারের প্রথম সিনেমা।

আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’

এদিকে দেশের আরেক তরুণ অভিনেতা সোহেল মন্ডল। ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সেরা নবাগতা অভিনেতার পুরস্কারে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। পুরস্কার সরাসরি হাতে নিতে না পারলেও তিনি এই পুরস্কার তার সহকর্মী ও থিয়েটারের কর্মীদের উৎসর্গ করেছেন।

শুক্রবার কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গলে হোটেলে বসে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবারের আসরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে পারফর্ম করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১১

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৩

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৪

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৫

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১৬

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৭

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৮

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৯

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

২০
X