বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়ার ‘ওসিডি’ কি ভারতে মুক্তি পাবে?

জয়া আহসানI ছবি : সংগৃহীত
জয়া আহসানI ছবি : সংগৃহীত

কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল পরিচালিত এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’ মুক্তির মিছিলে। আগামী ৬ ফেব্রুয়ারি ভারতে ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে। তবে সিনেমাটির বিষয়বস্তু বা জয়ার অভিনয় ছাপিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ।

সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া বা সরে যাওয়া নিয়ে যে গুঞ্জন চলছে, তার রেশ এসে পড়েছে জয়ার সিনেমার ওপরও। সিনেমার পোস্টার শেয়ার করে এক নেটিজেন মন্তব্য করেছেন, “মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো। এবার দেখতে হবে, এই সিনেমাটা মুক্তি পায় কি না।”

যদিও প্রযোজনা সংস্থা বা পরিবেশকদের পক্ষ থেকে এখন পর্যন্ত ছবি মুক্তির বিষয়ে কোনো জটিলতার কথা শোনা যায়নি।

‘ওসিডি’ কেবল সিনেমা নয়, এক প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অস্থিরতার বাইরে সিনেমাটির গল্প ও বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। তিনি জানান, ‘ওসিডি’ শিশু নির্যাতনের মতো একটি সংবেদনশীল এবং দীর্ঘদিন ধরে সমাজের আড়ালে থাকা বিষয়কে সামনে নিয়ে আসবে। পরিচালকের মতে, এই সিনেমাটি তার কাছে এক ধরনের ‘প্রতিবাদমূলক কাজ’।

সৌকর্য ঘোষাল বলেন, “বহুবার এমন ঘটনার সাক্ষী হয়েছি যেখানে শিশু নির্যাতনকারীরা অচিহ্নিত ও অদণ্ডিত থেকে যায়। শিশুরা ভয়, অবিশ্বাস এবং নিজের বিশ্বাসযোগ্যতা হারানোর আশঙ্কায় মুখ খুলতে পারে না।”

তিনি সমাজের ভণ্ডামির দিকে আঙুল তুলে বলেন, “আমরা এমন এক সমাজে বড় হয়েছি, যা বাইরে থেকে আধুনিক মনে হলেও ভেতরে গভীরভাবে ভণ্ডামিতে ভরা। কোনো শিশু যদি তার অভিজ্ঞতার কথা বলতেও চায়, তবু পরিবার অনেক সময় সামাজিক প্রশ্ন, যৌন কুসংস্কার এবং লজ্জার ভয়ে সত্যকে চাপা দিতে চায়।”

ট্রমা যখন প্রতিশোধের রূপ নেয় শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব নিয়ে নির্মাতা জানান, একটি শিশু যে মানসিক হিংসার মধ্য দিয়ে যায়, তা আজীবন তাকে বহন করতে হয়। এই ট্রমা বহু ক্ষেত্রে আত্মধ্বংসী পরিণতির দিকে নিয়ে যায়। আবার কখনও কখনও, সেই দমিত যন্ত্রণা যদি প্রতিশোধের রূপ নেয়, তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।

‘ওসিডি’ ছবিতে জয়া আহসানকে দেখা যাবে এমন এক চরিত্রের আবহে, যেখানে নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি বলা হয়েছে। যে শিশু নির্ভীক, সমাজের বিচারের তোয়াক্কা করে না এবং নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার প্রয়োজন বোধ করে না।

দর্শক এখন অপেক্ষায়, মোস্তাফিজ ইস্যু বা রাজনৈতিক উত্তাপ এড়িয়ে জয়া আহসানের এই সাহসী গল্পটি পর্দায় কতটা ঝড় তুলতে পারে তা দেখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

জামায়াত আমিরকে সাক্ষাতের অনুরোধ করে ভারতের দূতাবাস, ডা. তাহেরের দাবি

সম্প্রীতির বন্ধন গড়তেই শরীয়তপুরে পাঠিয়েছেন তারেক রহমান : মিয়া নুরুদ্দিন অপু

গরু পেলেন পা হারানো সিরাজ / ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

পিএসএলে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার নারীর বিক্ষোভ

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

শৈত্যপ্রবাহে অসহায় দুবলার শুঁটকি পল্লীর জেলেরা

আমাকে কিনতে পারবেন না : ডিসি সারওয়ার

১০

পদ ফিরে পেলেন যুবদলের তিন নেতা

১১

তথ্য পাচারের ঘটনায় যবিপ্রবি শিক্ষককে শোকজ

১২

গানম্যান পায় কারা এবং কেন? আবেদন করবেন যেভাবে

১৩

সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

১৪

পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের প্রায় ৮৭ হাজার প্রবাসী

১৫

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

১৬

চট্টগ্রাম বন্দর : বিদেশি অপারেটর নিয়োগে বড় পরিবর্তন

১৭

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে সাত বছরের শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

১৮

১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

১৯

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

২০
X