বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ধরা খেয়েছেন বুবলী, সাবেক মন্ত্রীর ফোন (ভিডিও)

চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত
ধরা খেয়েছেন বুবলী, সাবেক মন্ত্রীর ফোন (ভিডিও)

এবারের ঈদে দর্শক খরায় মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা। শাকিব খানের ‘রাজকুমার’ সুপারহিট হলেও মুখ থুবড়ে পড়েছে বুবলীর ‘দেয়ালের দেশ’। সেই অচল সিনেমা চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়ে সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলীর অচল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং বুবলীর সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে ঈদের বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’।

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলীর। একদিকে শাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলী অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা।

দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরান খ্যাত নায়ক শরিফুল রাজ। ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলীর ‘দেয়ালের দেশ’ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং ৪টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলীর ছবি দেয়ালের দেশ। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো।

যদিও এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের ‘রাজকুমার’। আরও চলছে ‘গর্জিলা’ ও ‘কাজলরেখা’।

সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। সূত্রের খবর, বুবলীর ‘দেয়ালের দেশ’ বড় সিনেমাগুলোতে প্রদর্শনের জন্য সাবেক একজন মন্ত্রীও না কি হল মালিকদের তদবির করেন। মোবাইল ফোনে হল মালিকদের নিজের পরিচয় দিয়ে বুবলীর অচল সিনেমা চালাতে তদবির করেন তিনি। তাতেও কোনো কাজ হয়নি। বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ রেখে দেয়ালের দেশ চালাতে রাজি হননি হল মালিকরা।

গেল কয়েক বছর ধরে ঈদের সিনেমাই ভালো ব্যবসা করছে। আগের ঈদে ‘প্রিয়তমা’ সিনেমা বাণিজ্যিক সফলতা পায়। তাইতো সিনেমা হল মালিকদের প্রথম পছন্দই ছিল শাকিবের রাজকুমার। তবে সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ট্রেলার প্রকাশ করে নজর কাড়ে। কিন্তু মুক্তির পর সিনেমাটি হালে পানি পায়নি। বুবলী অভিনীত ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘মায়া-দ্য লাভ’ও সাড়া ফেলতে পারেনি।

১২৭ সিনেমা হলে মুক্তি পাওয়া রাজকুমারের কাছে ধরাশায়ী হচ্ছে ঈদের বাকি সিনেমাগুলো। যদিও জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমাটিও মাল্টিপ্লেক্সে ভালো দর্শক পাচ্ছে।

এদিকে শাকিবের রাজকুমার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ১৩টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শকের চাপের কারণে মুক্তির দুদিনের মাথায় ৪টি শো বেশি পেয়েছে। এমনকি সিনেমাটি দেখার পর দর্শকের ইতিবাচক রিভিউ রাজকুমারকে শীর্ষে রেখেছে।

অন্যদিকে শাকিববিহীন বুবলী একের পর এক ফ্লপ সিনেমায় কাজ করে যাচ্ছেন। এই ফ্লপ সিনেমার সুপারফ্লপ নায়িকা আর কতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের প্রস্টেট চেক করানো কেন জরুরি

১০৯ জন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানি

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা

ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই : ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধে বৃদ্ধ নিহত

রাজধানীতে আজ কোথায় কী

হুমকির মুখে তাপ বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিড লাইন

স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

আড়ং ডেইরিতে নিয়োগ, দ্রুত আবেদন করুন

১০

২৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

নাশতায় যেসব খাবার নীরবে বাড়াচ্ছে আপনার রক্তচাপ

১২

২৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

১৫

নতুন যুদ্ধ কৌশল ‘হাইব্রিড যুদ্ধ’, এটা আসলে কী

১৬

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

১৭

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

১৮

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

১৯

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

২০
X