বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তুফান’ নিয়ে আদনানের কড়া বার্তা 

‘তুফান’ নিয়ে আদনানের কড়া বার্তা। ছবি: কালবেলা  
‘তুফান’ নিয়ে আদনানের কড়া বার্তা। ছবি: কালবেলা  

সিনেপ্লেক্সের দেশীয় সিনেমাকে সঠিক নিয়মে হল না দেওয়া থেকে শুরু করে প্রযোজক লভ্যাংশ ঠিক মতো না পাওয়াসহ চলচ্চিত্রের নানা সংকট নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয় এফডিসিতে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে সভায় বক্তব্য রাখেন প্রিয়তমা, রাজকুমার সিনেমার প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

এ সময় ‘তুফান’ সিনেমাকে ইঙ্গিত করে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন এই দাপুটে প্রযোজক।

আরশাদ আদনান বলেন, ঈদে একটা ছবি আসছে সেই ছবি কীভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি। সে ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স ইন্ডিয়ার কাজ। কতো টাকা খরচ করেছে সেটা আমরা স্যোশাল মিডিয়াতে দেখেছি। আট-কোটি দশ কোটি টাকা। আমি যদি একটা প্রশ্ন করি, আট-কোটি দশ কোটি টাকা আপনারা ওখানে নিয়েছেন কীভাবে? আপনি কি এনবিআর-এর ছাড়পত্র নিয়েছেন? আপনি কতো টাকার ছাড়পত্র নিয়েছেন দেখান আমাকে। আমি একজন সাধারণ প্রযোজক হিসেবে জানতে চাই, যাতে আমিও শিখতে পারি যে এইভাবে টাকা নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, আমারও রাস্তা চেনা দরকার, ইন্ডিয়াতে শুটিং করা দরকার, আমারওতো শেখার আছে। আমি তাদের কাছে শিখতে চাই, কীভাবে তারা ৬০ লাখ না ৭০ লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখিয়ে ওখানে আট থেকে কোটি দশ কোটি টাকার ছবি বানালো। শুভঙ্করের চালটা কী, আলাদিনের চেরাগটা কীভাবে পেলো, আমিতো বুঝি না। আমার এ রাস্তা জানা নেই।

বিদেশে সিনেমার শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, আমি আমেরিকায় শুটিং করেছি, বৈধ উপায় টাকা নিয়ে সব কিছু ক্লিয়ার করেছি। বিদেশে কাজ করার একটা নিয়মনীতিতো আছেই। এখানে সবাই জানে। সৎ থাকার ইচ্ছা থাকতে হয়। সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে হয়। দেশকে কেন ঠকাবো, দেশের যেটা প্রাপ্য সেটা দেশকে দিতে হবে।

তুফানের বাজেট নিয়ে আদনান বলেন, এখানে দেখানো হয়েছে শাকিব খান, চঞ্চল চৌধুরীর পারিশ্রমিক বাংলাদেশে দেওয়া হয়েছে। আড়াই পার্সেন্ট হারে টাকা নিয়ে, তিন শিফটে কাজ করে, ৬০ লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে কাজ করা সম্ভব? আমিওতো সিনেমা বানিয়েছি, আমার কাছে মনে হয় এটা সম্ভব না। যাই হোক, ফাইভ স্টারের ভাড়া হয়তো তাদের জন্য দেড় হাজার রূপিতে চলে আসতে পারে।

অনিয়ম নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনি আরও বলেন, এখন প্রশ্ন করার সময় এসেছে। এখন আলোচনা নিজের মধ্যে না রেখে সংশ্লিষ্ট অথোরিটির কাছে প্রশ্ন করতে হবে। এভাবেই যদি চলে তাহলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকি। আমরা সিনেমা আর না বানাই। অন্যরাই আসুক, অন্যরাই ছবি বানাক।

বর্তমানে সিনেমা হল কমে যাওয়া নিয়ে আদনান বলেন, আমাদের হলগুলো গোডাউনে রূপান্তরিত হোক বা ভাঙেচুড়ে মার্কেট হোক। আর সিনেপ্লেক্সে ইংরেজি ও হিন্দি সিনেমা চলুক, বাংলা চলচ্চিত্রের দরকার কী! কয়জন প্রযোজক আছেন সিনেমা বানায় তা হাতে গুনে বলে দেওয়া সম্ভব। এটাতেই সুযোগ পেয়ে গেছেন বাইরের প্রযোজকরা।

বাংলাদেশে ভিনদেশি প্রযোজকদের বিনিয়োগ ভালো চোখে দেখছেন না তিনি। এ নিয়ে প্রিয়তমা’খ্যাত প্রযোজক বলেন, কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল, সেটাকে কিন্তু সম্মিলিত চলচ্চিত্র পরিষদই আটকিয়ে ছিল। সেই একই মোড়কে এখন এসভিএফ ঢুকছে বাংলাদেশে। এসভিএফ বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের হিরো নিয়ে কাজ করবে। কাজ কিন্তু বাংলাদেশে হবে না। এইযে উনিশ সংগঠনের নেতৃবৃন্দ আছেন তারা শুধু চেয়ে চেয়ে দেখবে, তাদের কলাকুশলীরা বেকার হয়ে বসে আছেন। কাজ পুরোটাই হবে কলকাতায় বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। কারণ তারা ওখানে কাজ করলে ছাড় পায়। এসবিএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের এক লোকাল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নতুন প্রতিষ্ঠান তৈরি করেছেন। তারা এদেশ থেকে নায়ক নেবে, তাদের দেশ থেকে নায়িকা নেবে। সব কাজ ওখানে করবে।

শাকিবকে ইঙ্গিত করে আদনান বলেন, আমাদের হিরো ওখানে সব সুবিধা পাচ্ছে, ভ্যান, পোর্টেবল এসি, ফাইভ স্টার হোটেলে থাকাসহ নানান সুবিধা পাচ্ছে। সেতো আর্টিস্ট, সে পারিশ্রমিক পেলে সেখানে কাজ করবেই। এটাতে তারতো অসুবিধা নেই। তবে মাঝখান দিয়ে আমাদের কলাকুশলীরা বেকার হয়ে যাচ্ছে।

তিনি বলেন, এই ঠকানোর প্রবণতা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে। আমরা শুধু কথা বলি, কাজ করি না। আমাদের সামনে লক্ষ্য নেই, সিনেমা হল কমে যাচ্ছে, সিনেপ্লেক্স হিন্দি ও ইংরেজি সিনেমা চালাচ্ছে। বাংলার যেসব সিঙ্গেল স্ক্রিন পরিচিত, সে হলগুলো ধীরে ধীরে গোডাউনে পরিণত হচ্ছে। চল্লিশ থেকে সত্তরটি সিনেমা হল রয়েছে। বাদবাকি সত্তর আশিটা হল শুধু ঈদ উপলক্ষে খোলে। তাহলে কী বাকি সময় সিনেমা চলবে না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকের ধাক্কায় থেমে গেল শিশু সাদের জীবন

সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন : গোলাম পরওয়ার 

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুর

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা : শামীম

পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

কিডনি উৎসর্গ করেও সন্তানকে ফেরাতে পারলেন না মা

বিসিক বার্ষিক সম্মেলন ও কর্মশালার প্রথম দিন সফলভাবে অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদি, এআই ভিডিও ভাইরাল

১০

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২৪ নেতা

১১

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন জেনে নিন

১২

সুখবর পেলেন ছাত্রদল নেতা জিসান

১৩

আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

১৪

প্রশাসনের ভয়ে রাতে পুকুর খনন করেও পার পেলেন না ঠিকাদার

১৫

এসিল্যান্ডের গাড়িচাপায় শিশু নিহত

১৬

নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

১৭

চমকে দিলেন সানি লিওন

১৮

প্রাণী হত্যা, যা বলছে ইসলাম

১৯

দেশ ও বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন ময়মনসিংহের তরুণদের

২০
X