দেশ ও দেশের বাইরে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। প্রশংসায় ভাসছে ছবি ও এর নায়ক। ভক্ত ছাড়াও অন্য তারকাদের মুখেও শোনা যাচ্ছে সুপারস্টার শাকিবের জয়জয়কার। সেই ধারাবাহিকতায় নায়কের প্রশংসা করে একটি ফেসবুক পোস্ট করেছেন নির্মাতা অনন্য মামুন।
নির্মাতা লিখেছেন, ‘বিনয়, ভদ্রতা ও সুখ্যাতি কীভাবে ধরে রাখতে হয় সেটা শাকিব খানের কাছ থেকে শেখা উচিত। আজ পর্যন্ত কোনো সহকর্মীকে ছোট করে উনি কোনোদিন কোনো কথা বলেননি।’
সুপারস্টারের সময়জ্ঞানের তারিফ করে মামুন লিখেছেন, ‘অনেকেই বলেন শাকিব খান শুটিংয়ের সময়মতো আসেন না। এটাও ভুল। পরিচালক হিসেবে তার সঙ্গে নবাব এলএলবির শুটিং করেছি ৩২ দিন, এই ৩২ দিনে কোনোদিন তিনি ২০ মিনিট লেট করে সেটে আসেননি। এসকে মুভিজের সঙ্গে সম্পর্কের জন্য ভাইজান, চালবাজ, শিকারি, নবাব- সব সিনেমায় সেটে ছিলাম। কোনোদিন এক মুহূর্ত সেটে দেরি করতে আসতে দেখিনি।’
পরিশেষে নির্মাতা লেখেন, ‘ব্যাপার হলো আপনি যে পরিবেশ দিবেন সেভাবেই শিল্পী আপনার সঙ্গে আচরণ করবে। একজন শাকিব খান একটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় সম্পদ। সেটা নষ্ট করার অধিকার আপনার আমার নেই।’
মন্তব্য করুন