কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পর্দা উঠল ভেনিস চলচ্চিত্র উৎসবের

ভেনিস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকারা। ছবি : সংগৃহীত
ভেনিস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকারা। ছবি : সংগৃহীত

পর্দা উঠেছে ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। ইউরোপের অন্যতম প্রাচীন এই উৎসব শুরু হয়েছে ২৮ আগস্ট। যা চলচবে সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত।

জমকালো আয়োজনে ইতালির ভেনিসে শহরে উৎসবের পর্দা ওঠে। হলিউড ও ইউরোপিয়ান দেশগুলোর তারকাদের উপস্থিতিতে উৎসব স্থল তারকায় ভরে ওঠে। ধারণা করা হচ্ছে এবারের উৎসবটি এই চলচ্চিত্র উৎসবের আয়োজন ইতিহাসে সবচেয়ে তারকাবহুল উৎসব হতে যাচ্ছে।

চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতার সিনেমা। তাই এবার প্রতিযোগিতাও হবে বেশ জমজমাট। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ)।

এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে টড ফিলিপস নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘জোকার : ফলি আ ডিউ’। আগামী ৪ অক্টোবর হলে মুক্তির আগে ভেনিসে প্রিমিয়ার হবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির। এ ছাড়া পিছিয়ে নেই আলোচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনো। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে তার নতুন সিনেমা ‘কুইয়ার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।

এ ছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। চিলিয়ান নির্মাতা প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে বানিয়েছেন সিনেমাটি। এতে মারিয়ার চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।

উৎসবে সেরা সিনেমার অন্যতম দাবিদার স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ও রয়েছে আলোচনায়। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন আলমোদোভার। এ সিনেমায় দেখা যাবে টিলডা সুইন্টন ও জুলিয়ান মুরকে। আলোচনায় আছে মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’ও। জাস্টিন কারজেল পরিচালিত এ সিনেমায় এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুড ল।

চলতি বছরের ভেনিস উৎসবে একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’। সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটকে দেখা যাবে জন ওয়াটসের অ্যাকশন কমেডি সিনেমা ‘উলফ’-এ। সিনেমাটি প্রদর্শিত হবে আউট অব কমপিটিশন বিভাগে। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ২১ সিনেমার ৫টিই ইতালীয় পরিচালকের।

উৎসবের প্রথম দিন লাল গালিচায় তারকাদের উপস্থিতি নজর কেড়েছে সবার। এরমধ্যে নিজেদের পোশাক দিয়ে খবরের শিরোনাম হন ক্যাট ব্ল্যাঙ্কেট, এমি জ্যাকসন, ক্যাথরিন ও'হেরেরা টেলর রাসেল ও মনিকা বেলুচ্চির মতো তারকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র

উত্তরায় ভবনে আগুন, নিহত ৩

ইরান নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক

পবিত্র শবেমেরাজ আজ

প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড: ডিসেম্বরের সেরা স্টার্ক

গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি?

প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

ভারতের আদালতে তোলা হলো বাংলাদেশি যুবককে

ট্রাম্পের হুঁশিয়ারি, শত শত মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

১০

বিসিবির কার্যক্রমে হতাশ হয়ে পাঁচ দফা দাবি মিঠুন-মিরাজদের

১১

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১২

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা

১৩

ঢাকাসহ যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

১৪

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধিদল, আলোচনা হবে যে ইস্যুতে

১৫

ছাগল ধরতে নিচে নামে হিমালয়ান শকুন

১৬

চাকরি দিচ্ছে নগদ, থাকছে না বয়সসীমা

১৭

শিক্ষিকার ঘরে নিখোঁজ মা-মেয়ের লাশ, যে তথ্য দিল পুলিশ

১৮

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

১৯

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

২০
X