হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ আবারও আলোচনায়। অসাধারণ অভিনয় আর রোমাঞ্চকর স্ট্যান্টের জন্য যিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এই ‘মিশন ইম্পসিবল’ খ্যাত তারকা। তার এমন সিদ্ধান্তে ইতিমধ্যেই হলিউডে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।
মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত শুধু সময়সূচি না মেলায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন টম ক্রুজ।
আরও জানা যায়, ট্রাম্প গত ১৩ আগস্ট ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেন। যার মধ্যে রয়েছেন গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতের কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর। এ ছাড়া চলচ্চিত্র অভিনেতা বিভাগে রয়েছেন সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটে। তবে এবারের কেনেডি সেন্টার সম্মাননার আয়োজন ট্রাম্প নিজেই ব্যক্তিগতভাবে সঞ্চালনা করবেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুন