

অবশেষে সব জল্পনার অবসান! আলো-ঝলমলে মঞ্চ, গর্জে ওঠা দর্শক, আর হৃদয় থমকে যাওয়ার মতো উত্তেজনার মাঝেই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের প্রতিযোগিতায় জন্ম নিল নতুন ইতিহাস। মিস ইউনিভার্স ২০২৫–এর মুকুট উঠল মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশের মাথায়—যেন এক মুহূর্তে বদলে গেল তার জীবনের সব সংজ্ঞা। তাকে স্বাগত জানিয়ে মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।
প্রকাশিত সেই ঘোষণায় লেখা ছিল, ‘নতুন মিস ইউনিভার্সকে অভিনন্দন। আজ জন্ম নিল নতুন এক নক্ষত্র। তার সৌন্দর্য, শক্তি এবং দীপ্তিমান ব্যক্তিত্ব সারা বিশ্বের হৃদয়কে জয় করেছে। তাকে নতুন রানি হিসেবে স্বাগত জানাতে আমরা অত্যন্ত আনন্দিত। তার নেতৃত্বে মহাবিশ্ব আরো একটু উজ্জ্বল হয়ে উঠেছে।’
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন থাইল্যান্ডের বীণা প্রবিনার সিং। দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি অ্যাবাসলি, তৃতীয় ও চতুর্থ রানারআপ যথাক্রমে নির্বাচিত হয়েছেন—ফিলিপাইনের মা আতিসা মানালো, কোচ ডি বোয়ার লিভিয়া ইয়াচি।
এদিকে সেরা পাঁচ প্রতিযোগীকে চূড়ান্ত আসরের একটি বিভাগে প্রত্যেককে দুটো করে প্রশ্নের উত্তর দিতে হয়েছে।
বিজয়ী ফাতিমার কাছে প্রথমে প্রশ্ন রাখা হয়, ২০২৫ সালে নারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কীভাবে নারীদের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তুলবেন? এ প্রশ্নের উত্তরে ফাতিমা বলেন, ‘পরিবর্তন আনতে নারীদের সাহস করে কথা বলতে হবে। কারণ সাহসী নারীরা ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে চলেছেন। একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে অন্যদের সাহায্য করতে আমি আমার কণ্ঠ ব্যবহার করব।’
আপনি যদি মিস ইউনিভার্স নির্বাচিত হন, তাহলে কীভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সারা বিশ্বের মেয়েদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করবেন? এ বিষয়ে ফাতিমা বলেন, ‘তোমার মূল্য নিয়ে কখনো কাউকে সন্দেহ করতে দিও না। কারণ তুমি সবকিছুর যোগ্য, তুমি শক্তিশালী, তোমার কণ্ঠ শোনা প্রয়োজন।’
এদিকে বাংলাদেশের গর্বও কম নয়। বিশ্বসুন্দরীর এই মহারণে শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে টপ থার্টিতে জায়গা করে নিয়েছেন দেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। অভিষেকের মঞ্চেই এমন সাফল্য বাংলাদেশি দর্শকদের তৈরি করেছে গর্বে-আনন্দে উচ্ছ্বসিত। মিথিলার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—বাংলাদেশের সৌন্দর্য, আত্মবিশ্বাস আর আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা নতুন সম্ভাবনার এক উজ্জ্বল বার্তাও বটে।
মিস ইউনিভার্স ২০২৫ শেষ হলেও বাংলাদেশি ভক্তদের হৃদয়ে রয়ে যাবে মিথিলার দীপ্ত উপস্থিতি এবং আগামীতে আরও বড় সাফল্যের প্রত্যাশা।
মন্তব্য করুন