দেশের জনপ্রিয় রক ও পপ ব্যান্ড শূন্য। এক যুগের বেশি সময় ধরে ব্যান্ড ইন্ডাস্ট্রিতে গান করে যাচ্ছে তারা। ভক্তদের উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় সব গান। দেশ ও দেশের বাইরে রয়েছে তাদের সমান জনপ্রিয়তা। এবার তারা নর্থ আমেরিকার দেশ কানাডায় যাচ্ছে। সেখানে তারা তিনটি শো করবে।
শূন্যের কানাডা কনসার্টের বিষয়ে কালবেলাকে নিশ্চিত করেন ব্যান্ডের মুখপাত্র শোভন চক্রবর্তী। তিনি বলেন, ‘তৃতীয়বারের মতো শূন্য কানাডা কনসার্ট করবে, যা শুরু হবে ২০ জুলাই কানাডার শহর সেন্ট জনস, নিউফাউন্ডল্যান্ড থেকে। এরপর ২৭ জুলাই থমসন মেমোরিয়াল পার্ক স্কারবোরোতে, সবশেষ আগস্টের ১৭ তারিখ টরেন্টোতে বাংলাদেশ রক ফেস্ট ২.০-তে পারফর্ম করব আমরা।’
শোভন আরও বলেন, ‘দেশ ও দেশের বাইরে কনসার্ট করতে সবসময়ই আনন্দিত হয় ব্যান্ড শূন্য। তার মধ্যে প্রবাসে কনসার্ট করতে পারাটি আমাদের সবসময়ই ভালোলাগার। কারণ সেখানে সবাই খুবই ব্যস্ত সময় পার করেন। সেই মূল্যবান সময় রেখে যখন আমাদের গান শুনতে আসেন—আমরা যেমন অনুপ্রাণিত হই, তেমনই গর্বিত। আশা করছি এবারের কনসার্টগুলোও শ্রোতাদের মন জয় করবে। অতীতে যেমন করেছে। সবাইকে আমন্ত্রণ রইল।’
ব্যান্ডটি দেশের ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে ২০০৭ সালে। এরপর তারা অসংখ্য দর্শকপ্রিয় গান উপহার দিয়েছে। দেশ ও দেশের বাইরে স্টেজ মাতিয়েছে অসংখ্যবার। তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে গোধূলির ওপারে, বেদনা, জীবনের উৎসব, আরেকবার, রাজাহীন রাজ্য, বিবিয়া, শত আশা, শূন্য হাতে, শুধু আমার, বেহুলা, পথের শিল্পীসহ অসংখ্য গান।
শূন্য ব্যান্ডের সদস্যরা হলেন- ইমরুল করিম এমিল (ভোকাল ও গিটার), এন্ড্রু মাইকেল গোমেজ (বেস গিটার), ইশমামুল ফরহাদ (লিড গিটার), রাফাতুল বারী লাবিব (ড্রামস)।
মন্তব্য করুন