বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১২:০১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তারকাদের প্রতিক্রিয়া

অপু, বুবলী, চমক ও সিয়াম। ছবি : সংগৃহীত
অপু, বুবলী, চমক ও সিয়াম। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারাদেশ। পথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী। দাবির পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে আহত ও নিহত হয়েছেন বেশ কজন শিক্ষার্থী। সেসব ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। পরিস্থিতির ভয়াবহতা ব্যথিত করেছে শোবিজ তারকাদের। নিজ নিজ জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আবেগ, ক্ষোভ ও মত প্রকাশ করেছেন তারা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে শোবিজে। দাবির পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে হতাহতের ঘটনায় ব্যথিত হয়েছেন তারাকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন ছোট ও বড় পর্দার অভিনয়শিল্পীরা।

কোটা আন্দোলনকে ঘিরে ফেসবুকে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘সহিংসতা কাম্য নয়।’ অন্যদিকে শবনম বুবলী লিখেছেন ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’ নায়িকা শিরিন শিলা লিখেছেন, এরা কারা? লাঠি হাতে হেলমেট পরে গণহারে ছাত্র-ছাত্রীদের মারছে? আমি এই দেশের একজন সাধারণ নাগরিক, তাই আমার খারাপ লাগছে এসব দেখে। ধীক্কার জানাই এসবের বিরুদ্ধে।

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ফেসবুকে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কী? এত মারামারি কেন?’

অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’ ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘আর কোনও রক্ত না ঝরুক’।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, হয়তো দুই একদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, হয় দাবি আদায় হবে, আর নাহয় ভাগ্য খুব খারাপ হলে, হবে না। কিন্তু এই যে ৬টি তাজা প্রাণ, এটার দায়ভার কে বা করা নেবে? আর কি কোনো কিছুর বিনিময়ে তাদের ফিরিয়ে আনা যাবে? আমরা মাঝে মাঝে এত নিষ্ঠুর কেন হই?

তানহা তাসনিয়া ইসলাম লিখেছেন, এটা মেনে নেয়া যায় না। মেয়েদের গায়ে কেন হাত দেওয়িা হলো? একটা মেয়ের যদি কোনো ক্ষতি হয় তার দায়ভার কে নেবে? এটার কি একটা সমাধান করা যেত না? নারীদের সম্মান দেবে না যে জাতি সে জাতির ধ্বংস নিশ্চিত।

ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান।’ এ ছাড়াও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সরব হয়েছেন শোবিজের অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১০

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১১

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১২

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৪

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৫

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৬

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৭

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৯

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

২০
X