বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্ল্যাক ম্যাজিক নিয়ে নাটকে তিশা-ইয়াশ-উর্বী

ব্ল্যাক ম্যাজিক নিয়ে নাটকে তিশা-ইয়াশ-উর্বী

ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু। শব্দটা শুনলেই কেমন যেন রহস্য, ভয় আর অশুভতার আবহ তৈরি হয়। এক সময় মফস্বল এলাকায় এই শব্দটি বেশি প্রচলিত থাকলেও, এখন তা শহুরে জীবনেও প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তানিন সুবহার মৃত্যুর পরও ব্ল্যাক ম্যাজিক প্রসঙ্গ আলোচনায় আসে। যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এই রহস্যময় বিষয় নিয়েই এবার নাটক নির্মাণ করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন নাটকের নাম ‘নসিব’। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।

গল্প ভাবনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজেই অংশু রেখেছেন নিজস্ব ছাপ। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস।

গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তী উর্বী। গতকাল গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘নসিব’ নাটকের ট্রেলার প্রকাশিত হয়েছে। আর প্রকাশের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া মিলছে।

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এই গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ, বলতে গেলে ইউনিক। এমন একটি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নতুনত্ব খুঁজে পাবেন।’

প্রথমবার এমন গল্পে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এটা আসলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি, দর্শকেরা মুগ্ধ হবেন।’

প্রিয়ন্তী উর্বীও জানালেন তার অনুভূতি, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, নাটকটি প্রকাশ পাবে আগামী ১০ জুলাই, তাদের ইউটিউব চ্যানেলে। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা–ভয়ের, প্রেমের, প্রতিশোধের আর অতিপ্রাকৃত কল্পনার এক মিশ্র অভিজ্ঞান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশী কোম্পানীকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১০

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১১

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১২

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৩

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৪

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৫

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৬

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৭

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১৮

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

১৯

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

২০
X