‘ওইনড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই। আজ দুপুরে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের একাধিক ব্যান্ড শিল্পী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এ কে রাতুল ছিলেন কিংবদন্তি নায়ক জসীমের মেঝ ছেলে। শৈশবে বাবাকে হারিয়ে মা নাসরিনের কাছে বড় হয়েছেন রাহুল, রাতুল ও সামী। নায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। তিনজনই বাবার অভিনয়ের পথ না বেছে নিয়েছেন সংগীতজগৎকে। সবাই যুক্ত আছেন ব্যান্ডের সঙ্গে।
এ কে রাহুল : ‘ট্রেনরেক’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, এ কে রাতুল : ‘ওইনড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট, এ কে সামী : ‘ওইনড’ ব্যান্ডের ড্রামার।
এ কে রাতুলের মৃত্যুতে দেশের ব্যান্ড সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এরই মধ্যে সামাজিক মাধ্যমে তার অসংখ্য সহশিল্পী ও ভক্তরা শোকবার্তা জানিয়েছেন এবং স্মরণ করছেন তার অবদান।
মন্তব্য করুন