টলিউডে প্রথম পা রেখেই আবেগে ভাসলেন অভিনেত্রী মৌনি রায়। আসন্ন ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ‘বিশ্বম্ভর’-এর শুটিং সেটে কিংবদন্তি মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে কাজ করার দুর্লভ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে এক আবেগঘন বার্তায় কৃতজ্ঞতা জানালেন এই অভিনেত্রী। পাশাপাশি তার ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে চিরঞ্জীবীর অসাধারণ আতিথেয়তা আর বিরিয়ানির স্বাদের মুগ্ধতার গল্প।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন এই ছবির জন্য একটি বিশেষ গানে নাচের পারফর্ম করেছেন মৌনি, যা একদিকে যেমন তার টলিউডে অভিষেক, তেমনি দক্ষিণী সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ারের প্রথম অভিজ্ঞতা।
এ বিষয়ে মৌনি লেখেন, ‘কয়েকদিন ধরে আপনার পাশে নাচতে পারাটা আমার জন্য এক বিরাট সম্মান চিরঞ্জীবী স্যার। আপনি যেমন একজন কিংবদন্তি অভিনেতা, তেমনি একজন অসাধারণ মানুষ। আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করেছি। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এত ভালোবাসা ও সেরা বিরিয়ানির জন্য ধন্যবাদ। আমরা আপনাকে ভালোবাসি।‘
আসন্ন সিনেমার গানটির কোরিওগ্রাফ করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। তাকে উদ্দেশ্য করে মৌনি লেখেন, এই মাসে আপনার সঙ্গে দুটি গানে কাজ করতে পারাটা আমার জন্য কতটা সৌভাগ্যের তা বলে শেষ করা যাবে না। আপনি সবসময়ই সেরা ছিলেন, এখনো আছেন, থাকবেন। রিহার্সালে আপনার সামনে নিজের নাচ দেখাতে সবসময়ই ভয় লাগে।
ইউভি ক্রিয়েশনস সম্প্রতি প্রকাশ করেছে গানটির একটি মজার বিহাইন্ড দ্য সিনস ভিডিও, যেখানে দেখা গেছে চিরঞ্জীবী ও মৌনি একসঙ্গে জোরদার নাচে অংশ নিচ্ছেন। উচ্ছ্বসিত ভক্তরা এরই মধ্যে এই ঝলক দেখে ছবির জন্য আগ্রহে অপেক্ষা করছেন।
মল্লিদি ভাসিস্ট পরিচালিত এই বড় বাজেটের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, কুনাল কাপুর, আশিকা রঙ্গনাথসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাটি।
মন্তব্য করুন