

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের ধর্মীয় উৎসব হনুক্কার প্রথম রাত উদযাপনকে ঘিরে চালানো সন্ত্রাসী হামলার সময় কাছাকাছি অবস্থান করছিলেন সাবেক ইংল্যান্ড ক্রিকেট অধিনায়ক মাইকেল ভন। হামলার মুহূর্তে গুলির শব্দ শোনার অভিজ্ঞতাকে তিনি বর্ণনা করেছেন ‘ভয়াবহ’ হিসেবে।
বর্তমানে অ্যাশেজ সিরিজ উপলক্ষে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ভন। ব্রিটিশ গণমাধ্যমে লেখা এক নিবন্ধে তিনি জানান, হামলার স্থান থেকে কয়েকশ গজ দূরের একটি রেস্তোরাঁয় তিনি স্ত্রী, দুই মেয়ে, শ্যালিকা ও এক বন্ধুর সঙ্গে ছিলেন। পরিস্থিতি বুঝে রেস্তোরাঁর কর্মীরা সবাইকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন।
ভন লেখেন, “টেলিভিশনের পর্দায় লন্ডন বা ম্যানচেস্টারের সন্ত্রাসী হামলা দেখা এক বিষয়। কিন্তু এত কাছে থেকে, যেখানে গুলির শব্দ কানে আসে—তা সত্যিই আতঙ্কজনক।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে কর্তৃপক্ষ জানিয়েছে, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো ওই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলাকারী হিসেবে এক বাবা ও ছেলেকে শনাক্ত করা হয়েছে। তাদের একজন ঘটনাস্থলেই নিহত হন।
ভনের ভাষ্য অনুযায়ী, তিনি বাইরে ফোনে কথা বলছিলেন, তখনই সৈকতের দিকে সাইরেনের শব্দ শুনতে পান। শুরুতে তিনি সেটিকে কোনো ঝগড়া বা শার্ক-আক্রমণ ভেবেছিলেন। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ভেতরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে বুধবার অ্যাডিলেডে। ভনের মতে, এই ম্যাচ হবে আবেগঘন। তিনি বলেন, “খেলা চলবে, কারণ সন্ত্রাসের কাছে মাথা নত করা যায় না। তবে এই ক্ষত কাটিয়ে উঠতে সময় লাগবে।”
এদিকে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি ভুক্তভোগী পরিবার ও বন্ডি এলাকার বাসিন্দাদের পাশে থাকার আহ্বান জানান এবং রক্তদানে উৎসাহিত করেন।
অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাও একাধিক পোস্টে ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে বলেন, “এই ঘৃণাভিত্তিক অপরাধের কোনো জায়গা নেই। নিরীহ মানুষের প্রাণহানি শুধু হৃদয় ভেঙে দেয়।”
স্পিনার নাথান লায়ন জানান, দলের খেলোয়াড়রা খবরের মাধ্যমে ঘটনাটি দেখেছেন এবং সবাই গভীরভাবে মর্মাহত। ইংল্যান্ড ক্রিকেট দলও এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ক্লাব জানিয়েছে, চলতি সপ্তাহের খেলাগুলোতে নিহতদের স্মরণে বিশেষ শ্রদ্ধা জানানো হবে।
মন্তব্য করুন