

সাংবাদিক আনিস আলমগীরকে এখনও ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তবে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও তিনি জানান।
সোমবার (১৫ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি মুখপাত্র এসব কথা বলেন।
রোববার (১৪ ডিসেম্বর) সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। রোববার রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, আনিস আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনিস আলমগীরের একটি পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে টকশোতে দেওয়া তার মন্তব্য নিয়েও অনলাইন ও অফলাইনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত অন্যরা হলেন- মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশিলতা ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে।
এতে বলা হয়, বিবাদীরা ৫ আগস্ট/২৪ সালের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংঘঠনকে ফিরিয়ে আনার প্রপাগান্ডা চালিয়ে আসছে। যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনবার্সনের পাঁয়তারা করে আসছে।
এতে আরও বলা হয়, বিবাদীদের এসব বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।
মন্তব্য করুন