স্বপ্নের বিয়ের ফটোশ্যুট- শুনতেই যেন এক রূপকথার গল্প! তবে বাস্তবেই এমন মুহূর্ত তৈরি করেছে বার্জার লাক্সারি সিল্ক, তাদের ব্যতিক্রমী ক্যাম্পেইন ‘মালদ্বীপ ওয়েডিং ড্রিমস’-এর মাধ্যমে। আর এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়ে অনন্য অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী ও বার্জার লাক্সারি সিল্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম।
সম্প্রতি রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সে আয়োজিত গ্র্যান্ড প্রিমিয়ারে ছিল সেই জাদুকরী মুহূর্তের বিশেষ প্রদর্শনী। মালদ্বীপের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ধারণ করা পাঁচটি সৌভাগ্যবান দম্পতির বিয়ের ফটোশ্যুট ফুটে ওঠে রূপালি পর্দায়। প্রিমিয়ারে মিম বলেন, ‘‘ওয়েডিং গ্ল্যামশ্যুট ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। দম্পতিদের জন্য ভালোবাসা উদযাপনের এমন ব্যতিক্রমী সুযোগ সৃষ্টি করে বার্জার লাক্সারি সিল্ক নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি আরও যোগ করেন, ‘একবার ভাবুন, মালদ্বীপের স্বপ্নময় সেই ফটোশ্যুটে তোলা কোনো দম্পতির ছবি তাদের বার্জার লাক্সারি সিল্কে রাঙানো একটি দেয়ালে ঝুলছে- স্মৃতির সঙ্গে রঙের এমন মেলবন্ধন এককথায় দারুণ।’ গ্র্যান্ড প্রিমিয়ারের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, ‘মালদ্বীপে সবাই মিলে আমরা সুন্দর সময় কাটিয়েছি, আজকের এই সন্ধ্যায় সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমার খুবই ভালো লাগছে।’
এই আয়োজনে মিম ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। তারা মিলে শত শত আবেদনকারীর মধ্য থেকে পাঁচজন দম্পতিকে নির্বাচিত করেন, যাদের হৃদয়ছোঁয়া গল্প ও ভালোবাসার রসায়ন ছুঁয়ে যায় বিচারকদের মন।
গ্র্যান্ড প্রিমিয়ারে অতিথিরা কনটেন্টের সিনেমাটোগ্রাফি, গল্প ও চিত্রায়ণে অভিভূত হন। শুধু একটি ব্র্যান্ড ক্যাম্পেইন নয়, এটি হয়ে ওঠে ভালোবাসা, স্বপ্ন ও স্মৃতির সঙ্গে রঙের গভীর এক সংযোগ।
প্রিমিয়ার শেষে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “বার্জার লাক্সারি সিল্ক তার গ্রাহকদের জীবনে যে অসাধারণ স্মৃতিময় মুহূর্ত তৈরিতে সবসময় নিবেদিত, আমি মনে করি ‘ওয়েডিং গ্ল্যামশ্যুট’ ক্যাম্পেইনটি সেই প্রতিশ্রুতিকে সফলভাবে বাস্তবায়ন করেছে।”
‘মালদ্বীপ ওয়েডিং ড্রিমস’-এর এপিসোডগুলো দেখা যাবে দীপ্ত টিভিতে ৮, ১৫ এবং ২২ আগস্ট রাত ৯:৩০টায়। দর্শকরা চাইলে দীপ্ত প্লে ও ইউটিউব চ্যানেলেও উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর এই কনটেন্ট।
মন্তব্য করুন