বর্তমানের সম্ভাবনাময় অভিনেতা টিটু । জন্ম বরিশালে। নামের পাশে ‘বাঙালী’ জুড়েছেন নিজেই। দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন ইংল্যান্ডে। লন্ডনে- এডেক্সেল থেকে পি জি ডি এবং লিভারপুলে- লিভারপুল জন ম্যুরস বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ শেষ করেছেন। বর্তমানে দেশের একটি টেলিভিশন চ্যানেলে কর্মরত আছেন।
চেহারায় একটি ভিন্নধর্মী লুক থাকায় প্রায়ই তাকে ভিনদেশি কোনো বড় চরিত্রে অভিনয় করতে হয়। সম্প্রতি বৈশাখী টেলিভিশনে প্রচার হাবুর স্কলারশপি-২ এ একজন অস্ট্রেলিয়ান স্টুডেন্ট চরিত্রে এবং চ্যানলে আই-এ ‘মাধবী’ নামে টেলিফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যা ইতোমধ্যে দর্শকের মন জয় করেছে।
ইতোমধ্যে মায়া, ত্যাগ, রসগোল্লা, কথা হবে না, ফিরে আসা নামে কয়কেটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। শিগগিরই একটি ওয়েব সিরিজ ও একটি ধারাবাহিক কাজ শুরু করবেন।
তার শুরুটা অবশ্য ২০১৬ সালে, বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে। বাংলাদেশের খ্যাতনামা একটি বিজ্ঞাপনচিত্র নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে মাদার হরলিক্স বিজ্ঞাপনচিত্রে আদর্শ স্বামীর চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হন। এ ছাড়া একটি ফোম ও ম্যাট্রসের বিজ্ঞাপনে মডেলিং করছেনে, যা নিয়মিত টেলিভিশনে দেখা যায়।
টিটু অভিনীত কিছু নাটক হলো- মাধবী, হাবুর স্কলারশপি -১ ও ২, ডিজিটাল প্রতারণা, ভাই, চিৎকার, বরিশাল টু ঢাকা, নায়িকার বিয়ে-২, যেই লাউ সেই কদু-১ ও ২, ভাবীর দোকান-২, আমি রেকর্ড করতে চাই ইত্যাদি। তিনি কর্মস্থলের সব সহকর্মীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সহযোগিতা না পেলে আজকের অভিনেতা টিটু বাঙালী হয়ে ওঠা অনেকটাই কষ্টময় হতে পারত বলে তার অভিমত।
মন্তব্য করুন