ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আবারও বিয়ের করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। এবার পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। যদিও অভিনয়ের চেয়ে নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে থাকেন সানা।
মাস খানেক আগেও অন্য এক ব্যক্তির স্ত্রী ছিলেন সানা। কিন্তু অভিনেত্রীর প্রাক্তন স্বামী কে ছিলেন সে বিষয়ে রহস্য সৃষ্টি করেছেন সানা নিজেই। জানা যায়, তার প্রাক্তন স্বামীর নাম উমের জেসওয়াল। পাকিস্তানের একজন খ্যাতিমান শিল্পী তিনি। সানার স্বামী একাধারে গায়ক ও অভিনেতাও। ‘কোক স্টুডিও সিজন-৫’ এ আতিফ আসলামের সঙ্গে গাইতে দেখা গেছে তাকে। খবর আনন্দবাজার পত্রিকার।
সানা-উমেরের বিয়ে হয় ২০২০ সালে ২০ অক্টোবর। বিয়ের দুবছর না পেরোতেই শোয়েবের সঙ্গে পরকীয়ায় জড়ান সানা।
একটি বিজ্ঞাপনের শুটিং করেত গিয়ে সানিয়ার প্রাক্তন স্বামীর প্রেমে পড়েন সানা। এরপর প্রায় এক বছর নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি করেন সানা-শোয়েব। শেষে বিয়ে করে নতুন জীবন শুরু করলেন তারা।
অন্যদিকে ২০১০ সালে বিয়ে করেছিলেন সানিয়া-শোয়েব। তাদের এক সন্তান রয়েছে। দীর্ঘ ১২ বছর সংসারের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি।
একদিকে শোয়েব ও সানিয়ার সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছিল, অন্যদিকে সানা ও তার স্বামী উমেরের সম্পর্কও ছিল টালমাটাল। সবশেষে নতুন জীবনে পা রাখলেন সানা-শোয়েব।
মন্তব্য করুন