সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলে অভিনেত্রীকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর প্রাণনাশের হুমকিসহ অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
গত ২৯ জুন ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের এক হোটেলে ভোজপুরি এক অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঘটনাটি।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মহেশ পাণ্ডে নামে এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় অভিনেত্রীর। তাকে নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন মহেশ। কাজের বিষয়ে বিস্তারিত আলাপ করতেই অভিনেত্রীকে গুরুগ্রামের একটি হোটেলে আসতে বলেন তিনি। কিন্তু অভিনেত্রী সেখানে পৌঁছুনোর কিছুক্ষণ পর মহেশ বেপরোয়া হয়ে ওঠেন।
অভিনেত্রী জানান, তিনি সেখানে যাওয়ার আগেই হোটেলের একটি কক্ষ ভাড়া করে রেখেছিলেন মহেশ পাণ্ডে। দুয়েকটি কথা বলার পরই মদপান শুরু করেন তিনি। অভিনেত্রী সেই মুহূর্তে কক্ষ থেকে বেরিয়ে যেতে চান। কিন্তু তখনই তার ওপর হামলে পড়েন মহেশ। একপর্যায়ে ধর্ষণের শিকার হন অভিনেত্রী। শুধু তা-ই নয়, অভিনেত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন মহেশের বন্ধুরা। এ ছাড়াও তার অশ্লীল ভিডিও ভাইরাল করার হুমকিও দিয়েছে তারা। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী।
আরও পড়ুন : ইরানে হিজাব আইন অমান্য করায় অভিনেত্রীর কারাদণ্ড
জানা গেছে, সুভাষ নামে একটি ভুয়া আইডি দিয়ে হোটেলরুম বুক করেছিলেন মহেশ। তিনি গুরুগ্রামের চক্রবিহার এলাকার বাসিন্দা।
অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মহেশ পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান। দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন