দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই নাম মিজান রহমান ও অনি হাসান। অনেক দিন ধরেই তাদের নতুন গান নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা চলছে, এবার জানা গেল নতুন গানের শিরোনাম।
অনি হাসান দেশের অন্যতম মেধাবী ও জনপ্রিয় গিটারিস্ট। সম্প্রতি তিনি দেশে এসেছিলেন। তখনই নতুন গানের কাজ সম্পন্ন করে গেছেন তিনি।
নতুন গানের শিরোনাম ‘তোমাকে ছাড়া’। অনির আয়োজনে গানটি লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। এটি নিয়ে অনি হাসান জানান, ‘আনুষ্ঠানিকভাবে আমার নতুন গানের সংবাদ প্রকাশ করা হলো। গানটি ঈদের ছুটিতে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’
মিজান ও অনি দুজনেই দেশের জনপ্রিয় একটি ব্যান্ডের সাবেক সদস্য। মিজান দেশে থাকলেও অনি থাকেন দেশের বাইরে। সম্প্রতি দেশে এসেছিলেন তিনি। মিজানের সঙ্গে করেছেন বেশকিছু স্টেজ শো।
মন্তব্য করুন