কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন থামাতে উদ্যোগ নেওয়ার দাবি কক্সবাজারের তরুণদের 

জলবায়ু ধর্মঘট (ক্লাইমেট স্ট্রাইক) পালন করেন কক্সবাজারের তরুণ পরিবেশ কর্মীরা। ছবি : কালবেলা
জলবায়ু ধর্মঘট (ক্লাইমেট স্ট্রাইক) পালন করেন কক্সবাজারের তরুণ পরিবেশ কর্মীরা। ছবি : কালবেলা

জলবায়ু পরিবর্তন রোধ, জলবায়ু সুরক্ষা ও জলবায়ুতে অর্থায়ন নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে জলবায়ু ধর্মঘট (ক্লাইমেট স্ট্রাইক) পালন করেছেন কক্সবাজারের তরুণ পরিবেশ কর্মীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এসব দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করে অ্যাকশন এইডের যুব প্ল্যাটফর্ম একটিভিস্টা কক্সবাজার।

এর আগে তারা কক্সবাজার শহীদ মিনার থেকে একটি র‌্যালি নিয়ে প্রেসক্লাব আসেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ফিক্স দ্য ফাইন্যান্স’, ‘নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করো’, ‘ক্ষতিকারক কৃষি চর্চায় বিনিয়োগ বন্ধ করো’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’, ‘ফান্ড আওয়ার ফিউচার’, ‘পে আপ ফর লস অ্যান্ড ড্যামেজ’, ‘পে আপ ফর ক্লাইমেট ফাইন্যান্স’, ‘জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চায় বিনিয়োগ করুন’, ‘পরিবেশবান্ধব পর্যটন চাই’, ‘প্যারাবন ধ্বংস করে উন্নয়ন চাই না’।

প্রেস ক্লাবে সভায় জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেন অ্যাকশন এইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম এক্টিভিস্টার তরুণরা।

জাহানারা আকতার বলেন, ক্ষতিকর জ্বালানি বন্ধ করে পরিবেশবান্ধব বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে। জলবায়ু কর্মী তারেক কক্সবাজারে অনুষ্ঠিত বিভিন্ন সভা-সেমিনারে প্লাস্টিক ব্যানারসহ প্লাস্টিকজাত বিভিন্ন পণ্য পরিহার করার দাবি জানান। এছাড়াও প্যারাবন নিধন বন্ধের দাবি জানিয়ে বনায়ন বৃদ্ধির কথা বলেন কক্সবাজারের একটিভিস্টা আকিব। তরুণ জলবায়ু যোদ্ধা সায়মন বলেন, ক্ষতিকর জীবাশ্ব জ্বালানিতে বৈশ্বিক অর্থায়ন বন্ধ করা প্রয়োজন এবং এ অর্থায়ন বন্ধ করে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশ্বনেতাদের কাছে দাবি জানান।

কক্সবাজারে তরুণ জলবায়ু কর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে অ্যাকশন এইডের কর্মকর্তা তাফহীমুল জান্নাত সিফাত বলেন, ‘জলবায়ু সমস্যা নিরসনে একসঙ্গে আওয়াজ তুলেছে কক্সবাজারের তরুণরা। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের জন্য বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে আজ যে দাবি উত্থাপিত হয়েছে, সেটা জলবায়ু সুবিচার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে।’ জলবায়ু সংকট নিরসন, এই বিষয়ে ন্যায়বিচার দাবি ও জনগণকে সচেতন করতে অ্যাকশন এইড বাংলাদেশ ও এক্টিভিস্টা বাংলাদেশসহ ১৫টি সংগঠনের পাঁচ শতাধিক তরুণ জলবায়ু কর্মী এ স্ট্রাইকে অংশ নেন। একই সময়ে সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, জামালপুর, সুনামগঞ্জ, গাজীপুর, চাঁদপুর, রাজশাহী, কুষ্টিয়া, নেত্রকোনা, কক্সবাজার, টেকনাফ এবং বরগুনাসহ ১৯টি জেলার এবং ৭টি লোকাল ইয়ুথ হাবের তরুণ স্বেচ্ছাসেবকরাও গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সংহতি প্রকাশ করেন।

তরুণ জলবায়ু কর্মীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অ্যাকশন এইড বাংলাদেশের ইয়াং পিপল টিম লিড মো. নাজমুল আহসান বলেন, ‘আমরা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের জন্য তরুণদের কণ্ঠস্বরের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমাদের এবং তরুণ প্রজন্মের জন্য এখনই সবুজ উত্তরণের পথে থাকা উচিত। আমরা বাংলাদেশ এবং সারা বিশ্বে সবচেয়ে জলবায়ু-চাপগ্রস্ত মানুষের দুর্বলতা, ক্ষতি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিনিয়োগের দাবি জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুতর আহত আদা শর্মা

ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক

বয়সের ছাপ কমাতে সাহায্য করে যেসব খাবার

ট্রাম্প-নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত?

কোরআনে বর্ণিত যে নারীকে অনুসরণ করেন ইহুদিরা

খালি পেটে চিরতার পানি, উপকার নাকি ক্ষতি 

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান

গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

টিভিতে আজকের খেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

১০

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১২

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৪

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৫

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

১৬

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

১৭

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১৮

দাম কমলো ইন্টারনেটের

১৯

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

২০
X