দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত এক দিনে এ বছরের সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯৯ জন মারা গেলেন।
বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা যান। একই সময়ে আরও ২ হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৩২৭ জন ও ঢাকার বাইরের এক হাজার ৩২৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৪১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩ হাজার ৬৭৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৬৬৫ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৩৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮ হাজার ৭৪৪ জন এবং ঢাকার বাইরের ১৩ হাজার ১৯৩ জন।
মন্তব্য করুন