কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বর্ষার আগেই ডায়রিয়া ও জ্বরের প্রকোপ : চিকিৎসকের পরামর্শে কী কী করবেন না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্ষা আসেনি এখনো কিন্তু প্রকৃতির রূপ বদলাতে শুরু করেছে। আর এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বেড়ে গেছে ডায়রিয়া, ভাইরাল জ্বর, সর্দি-কাশিসহ নানা সংক্রামক রোগ। হাসপাতালগুলোর জরুরি বিভাগে প্রতিদিনই এমন রোগীর ভিড় বাড়ছে।

চিকিৎসকরা বলছেন, মৌসুমি সংক্রমণের এ সময়টাতে শুধু ওষুধ নয়, দরকার সচেতনতা- বিশেষ করে কী করবেন না, সেটা জানা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এ সময়ে কিছু ভুল অভ্যাস আমাদের শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সংক্রমণ রোধে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে যে বিষয়গুলো থেকে বিরত থাকা উচিত, সেগুলো নিচে তুলে ধরা হলো :

১. খোলা পানীয় বা রাস্তার খাবার নয়

গরম আর আর্দ্রতায় খাবার দ্রুত নষ্ট হয়। ফুটপাতের শরবত, ফুচকা যতই লোভনীয় হোক না কেন, অস্বাস্থ্যকর অবস্থায় থাকার জন্য এতে থাকে জীবাণু। এ সময় এই খাবার থেকে সহজেই হতে পারে ডায়রিয়া, টাইফয়েড কিংবা হেপাটাইটিস।

২. ভেজা কাপড়ে দীর্ঘক্ষণ না পড়ে থাকা

বৃষ্টিতে ভিজে ঘরে ফিরে অনেকেই ভেজা জামাকাপড়েই থেকে যান। এর ফলে শরীরে ঠান্ডা লেগে সর্দি-কাশি ও জ্বর দেখা দিতে পারে। শিশুরা এতে বেশি সংবেদনশীল। তাই ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাপড় বদলানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

৩. ভুল চিকিৎসা থেকে বিরত থাকা

শরীর গরম হয়ে এলে বা মাথাব্যথা করলে আমরা অনেকেই নাপা বা অ্যান্টিবায়োটিক খেয়ে নেই, যা রোগ নিরাময়ের বদলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা থেকে বিরত থাকা উচিত।

৪. অপরিষ্কার পরিবেশে থাকা নয়

বৃষ্টিতে জমে থাকা পানি মশার প্রজননের জন্য আদর্শ। তাই বাসা ও আশপাশ পরিষ্কার রাখা জরুরি। মশা থেকে সৃষ্ট ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রকোপ যাতে না বাড়ে, সে জন্য এখন থেকেই সতর্ক হওয়া দরকার।

৫. পানি কম খাওয়ার অভ্যাস

অনেকেই বর্ষাকালে তৃষ্ণা কম অনুভব করেন, ফলে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। এতে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এখন চলুন জেনে নেওয়া যাক ডায়রিয়া কীভাবে ছড়িয়ে পড়ে-

পানিবাহিত এ রোগের জীবাণু পানি ছাড়াও পচা-বাসি খাবারের মাধ্যমেও ছড়িয়ে থাকে। জীবাণুটি যদি কোনোভাবে পচা-বাসি খাবারে পড়ে, তা সেখানে দ্রুত বংশবিস্তার করতে থাকে। যেমন : একটা থেকে চারটা, ৪টা থেকে ১৬টা; এভাবে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে। তবে গরম খাবারে এই জীবাণু পড়লেও তেমন ছড়াতে পারে না।

এ ছাড়া ডায়রিয়ার জীবাণু আছে, এমন পানি দিয়ে তৈরি করা খাবার খেলেও ডায়রিয়া হয়ে থাকে।

ডায়রিয়া লক্ষণ

১. একাধিকবার বমির সঙ্গে পানির মতো পাতলা পায়খানা হওয়া

২. মলের সঙ্গে রক্ত থাকতে পারে

৩. জ্বর আসা, বিশেষ করে কাঁপুনি দিয়ে

৪. প্রস্রাবের বেগ কমে যাওয়া

৫. হজমশক্তি কমে যাওয়া, পেটব্যথা ও অস্বস্তি

৬. খাবারে অনীহা, বমি বমি ভাব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

১০

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

১১

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১২

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১৩

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১৪

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৮

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৯

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২০
X