বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নন্দীগ্রাম উপজেলার কুমিড়া গ্রামের বাসিন্দা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার জ্বরে আক্রান্ত হন হাফিজার। এরপর তিনি শনিবার বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন। পরে কিছুটা সুস্থ বোধ করায় রোববার বাড়ি ফিরে যান; কিন্তু সোমবার ফের জ্বর আসে। তখন পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বগুড়ায় বর্তমানে চারজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে তিনজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩১ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
মন্তব্য করুন