

অনেকে মনে করেন মুখের ভেতরের ছোট ক্ষত বা দাঁতের খোঁচা তুচ্ছ। কিন্তু আসলে এ ধরনের ক্ষত যদি বারবার জিহ্বা বা গালে লাগে এবং চিকিৎসা না করা হয়, তাহলে তা এক সময় মুখের ক্যান্সারে রূপ নিতে পারে।
তামাক, চিবিয়ে খাওয়া তামাকজাত দ্রব্য, অ্যালকোহল এবং সময়মতো চিকিৎসা না নেওয়াও ঝুঁকি বাড়ায়। তাই দেশে মুখের ক্যানসারের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডেন্টাল অনুষদের ডিন এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ জানান, মুখে ক্ষত বা ঘা বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে সাধারণ হলো ‘অ্যাপথাস আলসার’।
ডা. সায়ন্থ বলেন, ‘মানসিক চাপ, ঘুমের অভাব, হরমোন পরিবর্তন, ভিটামিন বা খনিজের ঘাটতি, দাঁতের খোঁচা বা খাওয়ার সময় অজান্তে কামড় লাগলেও এই আলসার হতে পারে। সাধারণত এটি নিজে থেকেই ৫ থেকে ৭ দিনের মধ্যে সেরে যায়। তবে সামান্য ব্যথা কমাতে জেল বা মাউথওয়াশ ব্যবহার করা যায়।’
তবে সব ক্ষত নিরাপদ নয়। কিছু ক্ষত অন্য রোগের লক্ষণও হতে পারে। যেমন- টিউবারকুলাস বা সিফিলিস। আরও আছে ‘প্রি-ম্যালিগন্যান্ট লেসন’, অর্থাৎ ক্যানসারের পূর্বাবস্থা। এগুলো সময়মতো চিকিৎসা না করলে ক্যানসারে পরিণত হতে পারে। এর মধ্যে লিউকোপ্লাকিয়া (সাদা ঘা), এরিথ্রোপ্লাকিয়া (লাল ঘা), লাইকেন প্ল্যানাস এবং ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস (ওএসএমএফ) উল্লেখযোগ্য।
ওএসএমএফ মূলত সুপারির কারণে হয়। যারা দীর্ঘ সময় মুখে সুপারি বা পান-সুপারি রাখে, তাদের মুখের ভেতরের ঝিল্লি শক্ত হয়ে যায়। এতে মুখ খোলা কঠিন হয় এবং ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিসের মতো সমস্যা থাকলেও ক্ষত নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে যায়।
মুখের ক্যানসারের প্রধান কারণ হলো চিবিয়ে খাওয়া তামাকজাত দ্রব্য যেমন গুল, জর্দা, খৈনি, ধূমপান ও অ্যালকোহল। একাধিক অভ্যাস মিলিয়ে থাকলে ঝুঁকি আরও বেশি। এছাড়া হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) থেকেও মুখের ক্যানসারের সম্ভাবনা বাড়ে।
দাঁতের খেয়াল না রাখাও সমস্যা বাড়ায়। ভাঙা বা ধারালো দাঁত জিহ্বা বা গালে বারবার ঘষে ক্ষত তৈরি করতে পারে। একইভাবে বাঁধাই করা আলগা দাঁতও ক্ষত দিতে পারে। এছাড়া পুষ্টিহীনতা, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শাক-সবজি ও ফলের অভাবও মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
সারসংক্ষেপে, ছোট ক্ষতও গুরুত্ব দিয়ে দেখাশোনা করতে হবে। নিয়মিত দাঁতের যত্ন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সময়মতো চিকিৎসা মুখের ক্যানসার রোধে অনেক সাহায্য করতে পারে।
মন্তব্য করুন