নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট দাঁতের ক্ষয় রোধ করতে ও ক্ষতিগ্রস্ত দাঁত মেরামত করতে পারে- এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী।
তাদের গবেষণায় দেখা গেছে, চুল, ত্বক ও পশমে থাকা কেরাটিন দাঁতের এনামেল পুনর্গঠন করতে সক্ষম। মুখের লালায় থাকা খনিজের সঙ্গে মিশে এই কেরাটিন দাঁতের ওপর প্রাকৃতিক এনামেলের মতো একটি সুরক্ষা স্তর তৈরি করে, যা দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলোও ঠেকাতে পারে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও পিএইচডি গবেষক সারা গামেয়া বলেন, ‘কেরাটিন এমন এক বিকল্প, যা বর্তমান দাঁতের চিকিৎসায় আমূল পরিবর্তন আনতে পারে।’ তার মতে, জীববর্জ্য থেকে পাওয়া এই উপাদান পরিবেশবান্ধব এবং শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার মতোই কাজ করে।
তিনি আরও জানান, প্রচলিত রেজিনভিত্তিক চিকিৎসার বিকল্প হিসেবেও কেরাটিন কার্যকর হতে পারে। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত রেজিন সাধারণত বিষাক্ত ও টেকসই নয়।
অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীরা যখন পশম বা চুল থেকে কেরাটিন সংগ্রহ করে দাঁতের গায়ে প্রয়োগ করেন, তখন তা লালায় থাকা খনিজের সংস্পর্শে এসে স্ফটিকের মতো কাঠামো তৈরি করে। দেখতে আসল এনামেলের মতো এই স্তর দাঁতকে সুরক্ষা দেয় এবং সময়ের সঙ্গে ক্যালসিয়াম ও ফসফেট আয়ন শোষণ করে দাঁতের চারপাশে আরও শক্ত আবরণ গড়ে তোলে।
কিংস কলেজ লন্ডনের প্রোস্থোডন্টিক্স বিভাগের কনসালটেন্ট ড. শেরিফ এলশারকাওয়ি বলেন, ‘দাঁতের এনামেল একবার ক্ষয় হলে তা আর তৈরি হয় না। তবে নতুন প্রযুক্তি আমাদের সেই অবস্থার পরিবর্তনের আশা দেখাচ্ছে। আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে শরীরের নিজস্ব উপাদান দিয়েই স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, প্রযুক্তিটির আরও উন্নতি হলে সাধারণ চুল কাটার মাধ্যমেই দাঁতের জন্য নতুন ও মজবুত এনামেল তৈরি করা সম্ভব হবে।
সূত্র : বিবিসি বাংলা
মন্তব্য করুন