কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

পেটের যে কোনো ব্যথা হালকাভাবে নিচ্ছেন? নারীদের জন্য বিপজ্জনক ৫ লক্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই মনে করেন, পেটব্যথা নারীদের জন্য একটা স্বাভাবিক বিষয়। কোনো ব্যাপারই নয়। তাই বেশিভাগ সময়ই নারীরা এটিকে গুরুত্ব দেন না। তারা মনে করেন, এটা সাধারণ কোনো কারণে হচ্ছে বা পিরিয়ডজনিত কারণে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস বিপজ্জনক।

ভারতের ফর্টিস হাসপাতাল ও শাল্য ক্লিনিকের ব্যারিয়াট্রিক, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের ডিরেক্টর ডা. পঙ্কজ শর্মা জানিয়েছেন, মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ অভিযোগগুলোর একটি হলো পেটের ব্যথা। কিন্তু তারা সচরাচর এ ব্যথাকে পাত্তা দেন না। এর ফলেই চিকিৎসা দেরিতে হয়, আর রোগ ধরা পড়ে অ্যাডভান্সড স্টেজে বা জটিল পর্যায়ে।

ডা. শর্মা নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, তিনি বহু মহিলাকে দেখেছেন যারা মাসের পর মাস পিত্তথলির পাথরের (গলস্টোন) ব্যথা সহ্য করেছেন, ধরে নিয়েছেন সেটা অ্যাসিডিটি বা বদহজম; কিন্তু যখন চিকিৎসকের কাছে এসেছেন, তখন হয়তো একমাত্র উপায় ছিল অস্ত্রোপচার।

তিনি সতর্ক করে বলেন, ‘পেটে ব্যথা কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়, সেটা হালকা, তীব্র বা বারবারই হোক না কেন। দ্রুত রোগ নির্ণয় চিকিৎসাকে সহজ ও সফল করে তোলে।’

পেটের ব্যথার পেছনে লুকিয়ে থাকা বিপজ্জনক ৫ লক্ষণ

গলস্টোন

হরমোনজনিত প্রভাব, ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া ও খাদ্যাভ্যাসের কারণে মহিলাদের মধ্যে গলস্টোন বেশি দেখা যায়। এতে ডান দিকের উপরের পেটে তীব্র ব্যথা হয়, বিশেষত তেল-চর্বিযুক্ত খাবারের পর।

অ্যাপেন্ডিসাইটিস

অ্যাপেন্ডিসাইটিস অনেক সময় পিরিয়ডের ব্যথা বা সাধারণ পেটব্যথার মতো মনে হয়। এর ফলে দেরিতে ধরা পড়ে। ফেটে গেলে এটি জীবনহানিকর জরুরি অবস্থা তৈরি করে।

এন্ডোমেট্রিওসিস

এটি স্ত্রীরোগজনিত হলেও অনেক সময় তীব্র তলপেটের ব্যথা তৈরি করে এবং প্রায়ই হজমজনিত সমস্যার সঙ্গে গুলিয়ে যায়। রোগ নির্ণয় ও প্রয়োজনে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

ওভারিতে সিস্ট

পেলভিক অঞ্চলে ফোলা বা হালকা ব্যথাকে অনেক মহিলা পিরিয়ডজনিত ধরে নেন। কিন্তু বড় সিস্ট ঘুরে যেতে পারে (ovarian torsion), এই ক্ষেত্রে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার ছাড়া উপায় থাকে না।

হার্নিয়া

পেট বা কুঁচকির ফোলাভাব অনেকসময় ওজন বাড়া ভেবে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা না করলে অন্ত্রের জরুরি পরিস্থিতি বা strangulation হতে পারে, যা নিয়ন্ত্রণে আনতে অস্ত্রোপচার করতেই হয়।

কখন ডাক্তার দেখাবেন?

১. ব্যথা বিশ্রামে কমছে না।

২. ব্যথার সঙ্গে বমি, জ্বর বা পেটফাঁপা আছে।

৩. হজম বা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হচ্ছে।

৪. খাওয়ার পর ব্যথা বাড়ছে।

৫. ব্যথা এতটাই প্রবল যে, দৈনন্দিন কাজকর্মে বাধা দিচ্ছে।

পরামর্শ

ডা. শর্মা বলেন, যদি পেটব্যথা অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে পেইনকিলার খেয়ে বা এটিকে ‘স্বাভাবিক’ ভেবে এড়িয়ে যাবেন না। একটি সাধারণ আলট্রাসাউন্ড বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি আপনাকে গুরুতর জটিলতা থেকে রক্ষা করতে পারে।

অনেক মহিলা পারিবারিক দায়িত্ব বা পিরিয়ডজনিত বিভ্রান্তির কারণে ব্যথাকে উপেক্ষা করেন এবং ঘরোয়া চিকিৎসা বা ব্যথার ওষুধ ব্যবহার করেন। কিন্তু এটি সমাধান নয়। সময়মতো সঠিক রোগনির্ণয়ই জটিলতা এড়াতে পারে। বর্তমানে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ন্যূনতম ক্ষত ও দ্রুত সেরে ওঠার সুবিধা পাওয়া যায়।

সূত্র : দ্য ওয়াল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার দুই ইলিশ সাড়ে ১৭ হাজারে বিক্রি

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপির নেতাকর্মীরা

নওশাবার টালিউড যাত্রা

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ 

ঢাবিতে দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির ওপর নতুন বইয়ের মোড়ক উন্মোচন

যে ৬ কারণে মোবাইলের ব্যাটারি ফুলে যেতে পারে

স্ত্রীর সঙ্গে বিরোধ, ক্ষোভে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নওগাঁয় যুবদলের তিন নেতাকে শোকজ

ডিম নিক্ষেপকারীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ নিয়ে সারজিসের স্ট্যাটাস

কোন স্মার্টওয়াচ আপনার জন্য ভালো, বুঝবেন যেভাবে

১০

দুদিন ধরে তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ পর্যটকরা

১১

জাতিসংঘের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১২

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ

১৩

বিপাকে শাহরুখ-গৌরী, বিতর্কে আরিয়ান

১৪

প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

১৫

ফরিদপুরে গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

১৬

পেটের যে কোনো ব্যথা হালকাভাবে নিচ্ছেন? নারীদের জন্য বিপজ্জনক ৫ লক্ষণ

১৭

ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ, দায় স্বীকার করলেন অধিনায়ক জাকের

১৮

অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিল আইআইইউসি

১৯

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নতুন সতর্কবার্তা আবহাওয়া অফিসের

২০
X